স্পোর্টস ডেস্কঃ আর্লিং হলান্ড এবং জুলিয়ান আলভারেজের আগমনে ম্যানচেস্টার সিটি থেকে রহিম স্টার্লিংয়ে বিদায় অনেকটা নিশ্চিত। ইতোমধ্যে জানা গেছে সিটি ছেড়ে চেলসিতে নাম লেখাতে যাচ্ছেন এই ইংলিশ ফরোয়ার্ড। ব্রিটিশ গণমাধ্যম জানাচ্ছে, ৪৫ মিলিয়ন পাউন্ডে স্টামফোর্ডে ব্রিজে চুক্তি করতে চলেছেন তিনি। পাঁচ বছরের জন্য চুক্তি হচ্ছে স্টার্লিং-চেলসির।
রোমেলু লুকাকু ইন্টার মিলানে পাড়ি জমানোয় নিজ দলের আক্রমনভাগকে শক্ত করতে চাইছে চেলসি। দলটির কোচ টমাস টুখেল স্টার্লিং ছাড়াও নজর রেখেছেন লিডস ইউনাইটেডে রাফিনহার দিকেও। তার আশা এই ফরোয়ার্ডকেও দলে ভেড়াতে পারবেন। তবে এ জন্য বার্সেলোনার সঙ্গে পাল্লা দিতে হবে চেলসিকে।
২০১৫ সালে লিভারপুল থেকে চার কোটি ৯০ লাখ ইউরোর বিনিময়ে স্টার্লিংকে দলে টেনেছিল সিটি। এ পর্যন্ত দলটির হয়ে ৩৩৯ ম্যাচে তার গোল ১৩১টি। এই ফরোয়ার্ডকে সিটি চেয়েছিল তাদের সঙ্গেই রাখতে। তবে স্টার্লিং চেলসির কোচ টুখেলের ভবিষ্যৎ পরিকল্পায় মুগ্ধ। আর এই কারণেই তিনি স্ট্যামফোর্ড ব্রিজের দলটিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০