স্পোর্টস ডেস্কঃ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসির চোট পাওয়া ফুটবলারদের তালিকায় এবার নতুন সংযোজন কার্নি চুকুয়েমেকা। হাঁটুতে অস্ত্রপচার করা হয়েছে এই ইংলিশ মিডফিল্ডারের। লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে।
গত রোববার ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে চেলসি ৩-১ গোলে হেরে যায়। ওই ম্যাচে পুরো সময় খেলতে পারেনি চুকুয়েমেকা। হাঁটুতে চোট পাওয়া এই তরুণকে প্রথমার্ধের পর মাঠে নামাননি চেলসি কোচ মাওরিসিও পচেত্তিনো। পরদিন (সোমবার) করানো হয় তরুণ অ্যাটাকিং মিডিফিল্ডারের অস্ত্রোপচার।
গত মৌসুমে ১২ নম্বরে থেকে প্রিমিয়ার লিগ শেষ করে চেলসি, ১৯৯৪ সালের পর লিগে যা তাদের সবচেয়ে খারাপ অবস্থান। নতুন মৌসুম সামনে রেখে কোচের দায়িত্ব দেওয়া হয় পচেত্তিনোকে। আর্জেন্টাইন কোচের হাত ধরে শুরুটা ভালো হয় নি ব্লুজদের।
এবারের লিগে নিজের প্রথম ম্যাচে লিভারপুলের বিপক্ষে ১-১ গোলে ড্র করে চেলসি। এরপর তারা হারে ওয়েস্ট হ্যামের বিপক্ষে। এই ম্যাচ হারের পর বড় দুঃসংবাদ শোনে স্টামফোর্ড ব্রিজের দলটি। চুকুয়েমেকা চলতি মৌসুমে চেলসির তৃতীয় খেলোয়াড় যিনি চোটে পড়লেন।
এর আগে দলটির অধিনায়ক রিস জেমস ও ক্রিস্তোফা এনকুনকু লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন। আরবি লাইপজিগ থেকে এই মৌসুমে প্রিমিয়ার লিগের দলটিতে এসে চোট পান এই ফরাসি ফরোয়ার্ড। তাকে হারানোর পর স্টামফোর্ড ব্রিজের দলটি সার্ভিস পাবে না জেমস-চুকুয়েমেকার। তাই বেশ হতাশ চেলসি কোচ পচেত্তিনো।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post