চেলসির প্রতিশোধের ম্যাচে আরো গোল চেয়েছিলেন কোর্তোয়া

0
84

স্পোর্টস ডেস্কঃ চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে চেলসিকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। বুধবার রাতের ম্যাচটি চেলসির কাছে ছিল প্রতিশোধের। আর রিয়ালের ছিল ১৫তম শিরোপার পথে এগিয়ে যাওয়ার। সেই পথে তারা সফল। ম্যাচের ২১ মিনিটেই করিম বেনজেমার গোলে মাদ্রিদের দলটি এগিয়ে যায়। পরে ব্যবধান দ্বিগুণ করেন মার্কো আসেনসিও। অন্যদিকে চেলসি কোনো গোলই করতে পারেনি। নেওয়া হলো না প্রতিশোধ।

২০২০-২১ এর সেমি ফাইনালে রিয়ালকে হারিয়ে ফাইনালে উঠে পরে চ্যাম্পিয়ন হয়েছিল চেলসি। আর গতবার কোয়ার্টার-ফাইনাল ঘরের মাঠে হারের পর ফিরতি লেগে দুর্দান্ত এক জয়ের সম্ভাবনা জাগিয়েছিল ইংলিশ দলটি।তবে বার্নাব্যুতে ওই ম্যাচে চেলসি শেষ পর্যন্ত জিতলেও গোল ব্যবধানে উঠতে পারেনি পরের ধাপে। এবারো প্রথম লেগের লড়াইয়ে পিছিয়ে আছে ব্লুজরা।

তবে অতীতে নিজেদের দারুণ প্রত্যাবর্তনের গল্পে উজ্জীবিত হয়ে আবারো চেলসি ঘুরে দাঁড়াতে পারবে কি-না, সেটাই এখন দেখার বিষয়। এদিকে প্রিমিয়ার লিগের দলটিকে হারিয়েও আফসোস আছে রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়ার। ম্যাচ জিতলেও ব্যবধান আরও বড় করতে না পারায় আফসোস করছেন তিনি। কোর্তোয়া  বলেন, ‘২-০ আমাদের জন্য ভালো ফল। তবে আমরা হতাশ যে তৃতীয় এমনকি চতুর্থ গোলটি করতে পারিনি।’

চেলসির মাঠে পরের লেগের লড়াই আগামী মঙ্গলবার। সেই ম্যাচে আরো গোল চান কোর্তোয়া। তিনি জানান আর গোলের জন্য আফসোস করতে হবে না। কোর্তোয়া বলেন, ‘ পরের সপ্তাহে (দ্বিতীয় লেগে) যখন মাঠে নামব, আশা করি আজকে আরেকটি গোল বেশি করতে না পারার আক্ষেপ করতে হবে না আমাদের।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here