স্পোর্টস ডেস্কঃ চেলসির সাথে ১১ বছরের সম্পর্ক শেষ করলেন সেসার আসপিলিকুয়েতা। দীর্ঘ এই সময়ে ক্লাবটির কিংবদন্তি হয়ে ওঠেছিলেন এই স্প্যানিশ ফুটবলার। চেলসির অন্যতম ভরসা হয়ে ওঠা আসপিলিকুয়েতা এবার নতুন ক্লাবে পাড়ি জমিয়েছেন, আর সেটা নিজ দেশের ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদে।
চেলসির সাথে এখনও এক বছরের চুক্তি বাকি ছিল আসপিলিকুয়েতার। তাকে রেখে দেওয়ার ইচ্ছে ছিল চেলসির। তবে এই স্প্যানিশ ডিফেন্ডার নিজের ইচ্ছাতেই ক্লাব ছাড়ছেন। নিজ ক্লাবের কিংবদন্তিকে সম্মান জানিয়ে চেলসিও ফ্রি এজেন্ট হিসেবে আসপিলিকুয়েতাকে ছেড়ে দিয়েছে।
শুরুতে ইন্টার মিলানে যাওয়ার পরিকল্পনা করেন আসপিলিকুয়েতা। তবে ৩৩ বছর বয়সী এই ফুটবলার শেষ পর্যন্ত পরিবারের ইচ্ছেতে নিজ দেশের ক্লাবকে বেছে নিয়েছেন। অ্যাতলেটিকো মাদ্রিদে নাম লিখিয়েছেন তিনি। আনুষ্ঠানিকভাবে অ্যাতলেটিকো মাদ্রিদ তার যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
আপাতত অ্যাতলেটিকো মাদ্রিদের সাথে এক বছরের চুক্তি করেছেন আসপিলিকুয়েতা। আর এর মধ্য দিয়ে ১৩ বছর পর নিজ দেশের ক্লাবের হয়ে খেলতে নামবেন। ২০০৬ সালে ওসাসুনা ‘বি’ দলের হয়ে ক্যারিয়ার শুরু করেন আসপিলিকুয়েতা। পরের বছর মূল দলে জায়গা করে নেন। ২০১০ সালে যোগ দেন ফরাসি ক্লাব মার্শেইতে। আর ২০১২ সালে যোগ দেন চেলসিতে।
চেলসিতে যোগ দেওয়ার পর দলটির রক্ষণভাগের অতন্দ্র প্রহরী হয়ে ওঠেছিলেন আসপিলিকুয়েতা। দারুণ নৈপুণ্যে দলের অধিনায়কত্বের দায়িত্বও পান। ক্লাবটির হয়ে পাচশ’রও বেশি ম্যাচ খেলেছেন তিনি। ডিফেন্ডার হয়েও গোল করেছেন ১৭টি, এসিস্ট আছে ৫০’র অধিক। জিতেছেন এই দীর্ঘ পথচলায় চেলসির হয়ে তিনি জিতেছেন ২টি প্রিমিয়ার লিগ, ৪টি এফএ কাপ, ২টি ইউরোপা লিগ, ১টি চ্যাম্পিয়ন্স লিগ, ১টি লিগ কাপ, ১টি উয়েফা সুপার কাপ ও ১টি ক্লাব বিশ্বকাপের ট্রফি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা