স্পোর্টস ডেস্কঃ চেলসির ফুলব্যাক এমারসন পালমেরিকে দলে টেনেছে আরেক ইংলিশ ক্লাব ওয়েস্ট হ্যাম। ২৮ বছর বয়সী এই ইতালিয়ানকে কিনতে হ্যামারসরা খরচ করেছে ১৩ মিলিয়ন ইউরো। যদিও ভবিষ্যতে এই দলবদল মূল্য আরও ২ মিলিয়ন ইউরো বাড়তে পারে। এবং ওয়েস্টহ্যামের সাথে তার চুক্তি ৪ বছরের জন্য।
ব্রাজিলে জন্মগ্রহণ করলেও ২০১৪ সালে ইতালির নাগরিকত্ব লাভ বরেন পালমিরে। গত পাঁচ বছরে চেলসির জার্সিতে খুব একটা সুবিধা করতে পারেননি তিনি। যে কারণে গত মৌসুমে ধারে লিঁওতে খেলেছেন।
ইতালি জাতীয় দলের জার্সি গায়ে ২৭টি ম্যাচ খেলেছেন এই ডিফেন্ডার। ২০২০ ইউরোর ফাইনালে ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে জয়ী দলটিতেও তিনি খেলেছেন।
চেলসি ছেড়ে আরেক ইংলিশ ক্লাবে নাম লিখিয়ে খুশি পালমিরে। এক সাক্ষাৎকারে বলেছেন, ‘এখানে আসতে পেরে আমি দারুণ খুশী। এটা আমার জন্য অনেক বড় একটি চ্যালেঞ্জ ছিল। এই ক্লাবটি অনেক বড়, এ কারণেই এখানে আসতে পেরে আমি দারুণ খুশী। এখানে খেলার জন্য আমি পুরোপুরি প্রস্তুত। ব্যক্তিগত ভাবে আমি প্রথম যেদিন ইংল্যান্ডে এসেছি তখন থেকেই বড় ক্লাবগুলোকে দেখার অপেক্ষায় ছিলাম। আমি সবসময়ই এখানকার লিগের বড় বড় ম্যাচগুলো উপভোগ করি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০