স্পোর্টস ডেস্কঃ ২-০ গোলে হারলেও চেলসি প্রথমার্ধে রিয়াল মাদ্রিদকে কোনো গোল পেতে দেয়নি। এই অর্ধে তারা গোলের সুযোগ পেয়েছিল। মার্ক কুকুরেলার কাছ থেকে নেওয়া শট রুখে দেন থিবাউট কোর্তোয়া। বলা যায় ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে এই ম্যাচে প্রথমার্ধে দাপট বেশি ছিল ব্লুজদেই।
বেশ আগ্রাসী ফুটবল খেলে চেলসি চেপে রাখে রিয়ালকে। তবে রিয়ালের কৃতিত্ব, তারা গোল হজম করেনি। উল্টো দ্বিতীয়ার্ধে তারা স্বাগতিকদের জালে দুই গোল দিয়ে ম্যাচ জিতে সেমি-ফাইনালে জায়গা করে নিয়েছে। প্রথমার্ধে চেলসির দাপুটে ফুটবলের ভোগান্তিটুকুও অস্বাভাবিক নয় রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির কাছে।
ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, ‘আমরা জানতাম, আমাদের ভুগতে হতে পারে। তারা নিজেদের মাঠে নিজেদের উজাড় করে দিয়ে খেলেছে। প্রথমার্ধে বিশেষ করে বাঁ পাশ দিয়ে আমাদেরকে বেশ সমস্যায় ফেলেছে। তবে দ্বিতীয়ার্ধে আমরা তা শুধরে নিয়েছি।’
আনচেলত্তি আরো বলেন, ‘প্রথমার্ধের ভোগান্তি স্বাভাবিক ব্যাপার। আমরা আমাদের রক্ষণে আমরা বেশ আঁটসাঁট ছিলাম বলে বিপদ হয়নি। আত্মবিশ্বাস ছিল আমাদের সবার। সব মিলিয়ে ভালো একটি ম্যাচ খেলেছি আমরা, জয় প্রাপ্য ছিল এবং পরের ধাপে যেতে পেরে আমরা খুশি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০