স্পোর্টস ডেস্ক:: ম্যানচেস্টার ইউনাইটেডে থাকলে এবার চ্যাম্পিয়ন্স লিগ খেলা হবে না। পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো তাই ক্লাবটি ছাড়তে চেয়ে ছিলেন। তার এজেন্ট যোগাযোগও করে ছিলেন। কিন্তুু কেউ তাকে নিতে চাইলো না। সবশেষ পিএসজি জানিয়ে দিয়েছে, সিআর সেভেনে আগ্রহ নেই তাদের।
রোনালদোর এজেন্ট জর্গে মেন্ডেস অনেক ক্লাবের সাথেই যোগাযোগ করে ছিলেন। কিন্তুু কোনো ক্লাবই আগ্রহ দেখালো না। এদিকে রোনালদো নিজেই ম্যানচেস্টার ইউনাইটেডের কর্মকর্তাদের কাছে ক্লাব ছাড়ার মত প্রকাশ করে ছিলেন। জানিয়ে ছিলেন, কোনো ভালো প্রস্তাব পেলে যেনো তাকে ছেড়ে দেওয়া হয়।
কিন্তুু ম্যানইউর কাছে কেউ রোনালদোর জন্য প্রস্তাব দেয়নি। তাতে কিছুটা হলেও ইমেজ ক্ষুন্ন হলাে এই ফুটবল তারকার। তবে ম্যানচেস্টার ইউনাইটেড জানিয়ছে, তারা রোনালদোকে আরো এক মৌসুম চায়। তবে তিনি পারিবারিক কারণ দেখিয়ে এখনো ক্লাবটির অনুশীলন ক্যাম্পে যোগ দেননি। লিভারপুলের বিপক্ষে সিঙ্গাপুরে প্রস্তুুতি ম্যাচেও খেলেননি।
পিএসজি জানিয়েছে, এই মুহূর্তে রোনালদোর প্রয়োজন নেই তাদের। কারণ তাদের হাতে আছেন মেসি, নেইমার-এমবাপেদের মতো তারকারা। তাই বিশাল বেতন দিয়ে পর্তুগিজ তারকাকে নিতে চায় না। চেলসিতে যাওয়ার চেষ্টা করেছিলেন রোনালদো। তারাও ব্যয়বহুল রোনালদোকে নিতে চায়নি। বায়ার্ন মিউনিখও আগ্রহ দেখায়নি এই তারকাকে দলে নিতে।
ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ এরিক টেন হাগ জানিয়েছেন, তিনি রোনালদোকে চান। ক্লাবের তারকা যেনো ক্লাবেই থেকে যান। তবে শেষ পর্যন্ত কি আছে সিআর সেভেনের কপালে, তা এখনো নিশ্চিত নয় ফুটবল বিশ্ব।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০