স্পোর্টস ডেস্কঃ প্রিমিয়ার লিগের শুরুতে চেলসি-লিভারপুলের রোমাঞ্চকর লড়াই দেখা গেলো আজ। স্টামফোর্ড ব্রিজে রোববার লিগে দুদলের প্রথম ম্যাচটি শেষ হলো সমতায়। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। লুইস দিয়াজ লিভারপুলকে এগিয়ে নেওয়ার পর সমতা টানেন আক্সেল দিসাসি।
নতুন মৌসুমে চেলসির দায়িত্ব নেন আর্জেন্টাইন কোচ মাওরিসিও পচেত্তিনো। সাবেক এই পিএসজি কোচের হাত ধরে শুরুটা মন্দ হলো না ব্লুজদের। উত্তাপ ছড়ানো ম্যাচে ১৭ মিনিটে লিভারপুলকে এগিয়ে নেন দিয়াজ। মাঝমাঠ থেকে অভিষিক্ত আলেক্সিস মাক আলিস্তের বাড়ানো বল ডান দিকে পেয়ে মোহাম্মদ সালাহ পাস দেন বক্সে, ছুটে গিয়ে স্লাইডে বল জালে পাঠান কলম্বিয়ান ফরোয়ার্ড দিয়াজ।
ম্যাচের ৩৭ মিনিটে সমতা ফেরায় চেলসি। ব্লুজদের জার্সিতে লিগে প্রথম ম্যাচেই গোল করেন ফরাসি ডিফেন্ডার অ্যালেক্স দিসাসি। চলতি গ্রীষ্মকালীন দলবদলে ফরাসি ক্লাব এএস মোনাকো থেকে তাঁকে দলে টানে চেলসি।
সমতা ফেরার তিন মিনিট পরই আবারও গোল করে চেলসি। তবে গোলটি অফসাইডে বাতিল হয়ে যায়। দ্বিতীয় হাফেও একের পর এক আক্রমণ চালিয়ে যায় চেলসি। তবে গোলের দেখা পায়নি পচেত্তিনোর দল। লিভারপুলও বেশকিছু সুযোগ পেয়েছিলো গোল করার। তবে তা কাজে লাগাতে পারেনি
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০