নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় দলে সাম্প্রতিক সময়ে ফর্ম নিয়ে খারাপ সময় যাচ্ছিল আফিফ হোসেন ধ্রুবর। ব্যাট হাতে খারাপ করার পাশাপাশি, আলোচনায় এসেছিল আরেকটি বিষয়। দলের একাদশে নিজের পছন্দমতো পজিশন না পাওয়া নিয়ে চাপা ক্ষোভ আছে বলেও গুঞ্জন শোনা গিয়েছিল।
এর মাঝেই ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টির একাদশ থেকে বাদ পড়েন আফিফ। বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে টানা ৬১ ম্যাচ খেলে রেকর্ডের পর বাদ পড়েন তিনি। ওয়ানডে দলে থাকলেও, আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচে একাদশে জায়গা হয়নি আফিফের। আর তৃতীয় ও শেষ ওয়ানডের দল থেকেই বাদ পড়েছেন।
এই ব্যাটিং অলরাউন্ডারকে এরপর টি-টোয়েন্টি দল থেকেও বাদ দেওয়া হয়েছে। আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে জায়গা হারিয়েছেন আফিফ। আফিফকে বাদ দেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। জানিয়েছেন, চেহারার কারণে নয়, পারফম্যান্সের কারণেই বাদ পড়েছেন।
হাথুরুসিংহে বলেন, ‘অবশ্যই (পারফরম্যান্সের জন্যই বাদ পড়েছে), চেহারার জন্য তো নয়। যে কেউই পারফরম্যান্সের জন্য বাদ পড়ে। যদি কৌশলগত দিক দিয়ে আলাদা কিছু করতে চান, সেটিও একটা কারণ হতে পারে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post