নিজস্ব প্রতিবেদকঃ সাম্প্রতিক সময়ে চোখের সমস্যায় বেশ ভুগছেন সাকিব আল হাসান। এর জন্য ব্যাটিংয়েও সমস্যা হচ্ছে। রান পাচ্ছিলেন না। ব্যাটিংয়ে নামছেন না। নামলেও, একেবারে নিচের দিকে। আবার গোল্ডেন ডাক। সব মিলিয়ে হতাশায় যাচ্ছিল দিন।
ব্যাটিংয়ে এই সমস্যার কারণ মূলত ধরা হচ্ছিল চোখের সমস্যা। বেশ কয়েকবার ভারত,লন্ডন, সিঙ্গাপুর সফর করে চোখের চিকিৎসক দেখিয়েছিলেন সাকিব। ধারণা করা হচ্ছিল, চোখের সমস্যার কারণেই এই সমস্যা হচ্ছে। তবে সাকিব উড়িয়ে দিলেন সবকিছু। চোখের সমস্যার কারণে, ব্যাটিংয়ে কোনো সমস্যা হচ্ছে না।
চোখের সমস্যার কারণে ব্যাটিংয়েও সমস্যা প্রশ্নে সাকিব বলেন, ‘আপনাকে কে বলছে চোখের জন্য সমস্যা হচ্ছে (হাসি দিয়ে)?’
চোখে সমস্যা না হলে, কিসের কারণে এই সমস্যা হয়েছে, সেটি জানেন না সাকিবও। সেই প্রশ্নের উত্তর খুঁজে বের করতে উঠেপড়ে লেগেছেন বিশ্বসেরা অলরাউন্ডার নিজেও।
এই নিয়ে এক প্রশ্নের উত্তরে সাকিব বলেন, ‘এটাই তো আমি খুঁজতেছি যে, সমস্যাটা কোথায় হচ্ছে। এটা আমি বের করার চেষ্টা করছি। বাকিরাও চেষ্টা করছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post