নিজস্ব প্রতিবেদকঃ দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এর মাঝেই দেখা দিল দুঃসংবাদ। চোখের সমস্যা বেড়ে গেছে সাকিব আল হাসানের। বাঁহাতি বিশ্ব তারকা তাই চিকিৎসা করাতে লন্ডন যাচ্ছেন। বিপিএলের শুরুর দিক মিস করার শঙ্কা জেগেছে।
সাম্প্রতিক সময়ে জাতীয় নির্বাচনে অংশ নিয়ে মাগুরা-১ আসন থেকে এমপি হয়েছেন সাকিব। এই তারকা এরপর মনোযোগ দেন বিপিএলে। শুরু করেন অনুশীলন। আঙ্গুলের চোট, নির্বাচন সব মিলিয়ে ২ মাসের বেশি সময় ধরে মাঠের বাইরে। এর মাঝে এক সাক্ষাৎকারে জানিয়েছেন বিশ্বকাপে অতিরিক্ত চাপে চোখে সমস্যা হয়েছিল।
সেই সমস্যা সারাতে সাময়িকভাবে ঢাকায় দুই বিশেষজ্ঞ চিকিৎসককে দেখিয়েছেন সাকিব। তবে সমস্যার সমাধান হচ্ছে না। রোববার অনুশীলনে তাএক চশমা পরিহিত অবস্থায় দেখা যায়। এর আগে সাম্প্রতিক অনুশীলনে ব্যাটিংয়ের সময় বল দেখতে সমস্যা হচ্ছিল। দীর্ঘ সময় ইনিংসে থাকা কষ্টদায়ক হয়ে পড়ছে। কারণ চোখের রেটিনায় জটিলতা বেড়েছে।
আর তাই এবার বিদেশে চিকিৎসা করাতে যাচ্ছেন সাকিব। রোববার রাতেই লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানে চিকিৎসক দেখানোর পর, নিশ্চিত করা যাবে সব কিছু। তবে আপাতত অনিশ্চয়তার খাতায় সাকিব কবে বিপিএল খেলতে পারবেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post