চোটে কান্নাভেজা চোখে মাঠ ছাড়েন পগবা

0
51

স্পোর্টস ডেস্কঃ ১ বছর পর জুভেন্টাসের একাদশে ফিরে ফের চোটের কবলে পল পগবা। ফ্রান্সের বিশ্বকাপজয়ী এই ফুটবলার আবার ছিটকে গেলেন চোটের কারণে। ক্রেমোনেসের বিপক্ষে জুভদের হয়ে মাঠে নামা এই মিডফিল্ডার মাত্র ২৪ মিনিট খেলার পর কান্নাভেজা চোখে মাঠ ছাড়েন।

গত ১৩ এপ্রিল ইউরোপিয়ান প্রতিযোগিতায় স্পোর্টিং লিসবনের বিপক্ষে ম্যাচে বদলি নেমে মাঠে ফেরেন পগবা। এরপর থেকে সব মিলিয়ে ৯টি ম্যাচে বদলি নামেন সাবেক ইউনাইটেড তারকা। এবার শুরুর একাদশে জায়গা পেলেও চোট ছিটকে দিয়েছে তাঁকে। বাম ঊরুতে চোট পেয়েছেন তিনি।

২০২২ সালের এপ্রিলের পর ক্রেমোনেসের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রথম শুরুর একাদশে মাঠে নামেন পগবা। তাঁর চোট নিয়ে জুভেন্টাস কোচ মাস্সিমিলিয়োনো আল্লেগ্রি বলেন, ‘আমরা সবাই হতাশ, শুধু এজন্য নয় যে সে বেশ ভালো খেলছিল। এটা দুঃখজনক, কারণ সে মাঠে ফেরার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here