স্পোর্টস ডেস্কঃ নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পেসার তানজিম হাসান সাকিব চোট পেয়েছেন। এই ডানহাতি বোলার গতকাল বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়া ম্যাচে বোলিং করার সময় চোট পান। যদিও তাঁর চোট গুরুতর নয় বলে জানিয়েছে বিসিবির একটি সূত্র।
সতর্কতার অংশ হিসেবে সাকিবকে সরিয়ে নেওয়া হয়েছে দল থেকে। এদিকে তাঁর বদলি হিসেবে আরেক পেসার হাসান মাহমুদকে দলে নিয়েছে বিসিবি। যদিও সাকিবকে নিয়ে বিস্তারিত কিছু জানায় নি। তবে বিসিবির একটি সূত্র জানিয়েছে, হালকা চোট পেয়েছেন সাকিব। তাই ওয়ানডে দলে নেওয়া হয়েছে মাহমুদকে।
সাকিব আল হাসান, মুশফিকুর রহিমসহ বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে বিশ্রামে রেখে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য দল ঘোষণা করেছিল বিসিবি। তবে বিশ্বকাপের আগে চূড়ান্ত পরীক্ষা হিসেবে দলে রাখা হয় তানজিম হাসান সাকিব ও সৈয়দ খালেদ মাহমুদদের। পেস আক্রমণে অভিজ্ঞ বলতে ছিলেন কেবল মুস্তাফিজুর রহমান। এবার হাসান মাহমুদও দলে যুক্ত হয়েছেন।
বাংলাদেশ দল- লিটন কুমার দাস (অধিনায়ক), তামিম ইকবাল খান. সৌম্য সরকার, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, রিশাদ হোসেন, সৈয়দ খালেদ আহমেদ ও হাসান মাহমুদ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post