চোটে থাকা লুকাকুকে নিয়েই বিশ্বকাপ দল ঘোষণা বেলজিয়ামের

0
65

স্পোর্টস ডেস্কঃ কাতারে হতে যাওয়া ২০২২ ফুটবল বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে বেলজিয়াম। বিশ্বকাপের জন্য নিজেদের সেরা দলই নিয়ে যাচ্ছেন রবার্তো মার্টিনেজ। যদিও দুই তারকা ফুটবলারকে নিয়ে শঙ্কা ছিল। কিন্তু শেষ পর্যন্ত সেটি হচ্ছে না আর।

রিয়াল মাদ্রিদের হয়ে নিয়মিত খেলার সুযোগ পাচ্ছিলেন না এডেন হ্যাজার্ড। তাই তার বিশ্বকাপে যাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। তবে আপাতত সেটা হচ্ছে না। বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন হ্যাজার্ড। এদিকে আরেক তারকা রোমেরো লুকাকুকে নিয়েও শঙ্কা ছিল। এই ফরোয়ার্ড হ্যামিস্ট্রিং চোটে ভুগছেন। এখনও জানা যাচ্ছে না বিশ্বকাপে কেমন অবস্থায় থাকবেন তিনি। তবে এরপরও জায়গা পেয়েছেন দলে, যাচ্ছেন কাতারে।

এবারের বিশ্বকাপে ‘এফ’ গ্রুপে পড়েছে বেলজিয়াম। যেখানে তাদের গ্রুপে আছে কানাডা, মরক্কো ও ক্রোয়েশিয়া। ২৩ নভেম্বর নিজেদের প্রথম ম্যাচে কানাডার বিপক্ষে খেলতে নামবে বেলজিয়াম। এরপর ২৭ নভেম্বর মরক্কো ও ১ ডিসেম্বর ক্রোয়েশিয়ার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলতে নামবে বিশ্বকাপের ডার্ক হর্সরা।

কাতার ২০২২ বিশ্বকাপে বেলজিয়ামের ২৬ সদস্যের বিশ্বকাপ দল

গোলরক্ষকঃ থিবো কর্তোয়া, সিমন মিনোলে, কুন ক্যাসটিলস।

ডিফেন্ডারঃ ইয়ান ভার্টোনেন, টবি অ্যাল্ডারভেইরাল্ড, লিয়ান্ডার ডেন্ডোনকার, জিনো দেবাস্ত, আর্থার থিয়াটে, ভাউট ফেস,

মিডফিল্ডারঃ হ্যান্স ভানাকেন, অ্যাক্সেল উইটসেল, ইউরি টিলেমানস, আমাডু ওনানা, কেভিন ডি ব্রুইনে, ইয়ানিক কারাসকো, থোরগান হ্যাজার্ড, টিমোথি কাস্টানিয়া, থমাস মুনিয়ে।

ফরোয়ার্ডঃ রোমেলু লুকাকু, মিচি বাতশুয়াই, লুইস ওপেন্ডা, চার্লস ডি কেটেলার, এডেন হ্যাজার্ড, জেরেমি ডকু, ড্রিস মার্টেন্স ও লিয়ান্দ্রো ত্রোসার্ড।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here