চোট ‘ম্যানেজ’ করেই খেলতে চান তাসকিন

0
11

নিজস্ব প্রতিবেদকঃ কলকাতার ইডেন গার্ডেনে আগামীকাল নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে বাংলাদেশ। আসরে টিকে থাকার আশা বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। শনিবার দুপুর আড়াইটায় শুরু বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ। এই ম্যাচে চোট কাটিয়ে ফেরার অপেক্ষায় আছেন পেসার তাসকিন আহমেদ।

বিশ্বকাপে তাসকিন নিজের সেরাটা এখনো দিতে পারেননি। আফগানিস্তান, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা প্রথম তিন ম্যাচ মিলে ওভারপ্রতি ৬.৩০ রান খরচ করে মাত্র ২ উইকেট নেন তাসকিন। এরপর ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচে খেলা হয়নি পুরোনো চোটে। তবে এই চোট থেকে সহসা মুক্তি মিলছে না তাঁর। কাঁধে খানিকটা ব্যথা নিয়েই খেলে যাচ্ছেন তাসকিন।

নেদারল্যান্ডস ম্যাচের আগে তাসকিন জানিয়েছেন, এই মুহূর্তে তিনি ভালো অবস্থায় আছেন। নিজের কাঁধের  চোট প্রসঙ্গে ডানহাতি এই পেসার আজ সংবাদ সম্মেলনে বলেন, ‘এখানে (কাঁধে) প্রথম পেয়েছিলাম দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, প্রায় দুই বছর আগে। অনেক আগে থেকেই টেন্ডনে একটু টিয়ার (ছেঁড়া) আছে। এটা ম্যানেজ করেই সব সময় খেলেছি। এমনকি এশিয়া কাপ ও বিশ্বকাপ এই ব্যথা নিয়েই খেলেছি।’

তাসকিন আরও বলেন, ‘হঠাৎ ব্যথাটা বেড়ে গিয়েছিল। ম্যানেজমেন্ট, ডাক্তার, ফিজিও পরে এমআরআই করে দেখে, ভেতরে একটু ফুলে গিয়েছিল। এর জন্য কয়েকটা দিন বিশ্রামে নিয়ে এখন ভালো বোধ করছি। মনে হচ্ছে, ভালো অবস্থাতেই আছি। খেললে আরও বোঝা যাবে, কী অবস্থা হয়। বিশ্বকাপের পর কাঁধবিশেষজ্ঞ দেখিয়ে আবার পুনর্বাসন প্রক্রিয়ায় যাওয়ার পরিকল্পনা হয়তো বোর্ড করবে। অস্ত্রোপচার শেষ অপশন। আমিও চাই ম্যানেজ করে যত দূর খেলা যায়। ব্যথাটা বেড়ে গেলে শতভাগ দিতে কষ্ট হয়।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here