চোট শেষ করে দিয়েছে আর্থুরের বিশ্বকাপ স্বপ্ন

0
149

স্পোর্টস ডেস্কঃ কাতার বিশ্বকাপে খেলা হচ্ছে না ব্রাজিলিয়ান ফুটবলার আর্থুর মেলোর। চোট শেষ করে দিয়েছে তার কাতার যাওয়ার আশা। অনুশীলনে মারাত্মক এক চোটে পড়েছেন তিনি। এই চোটের কারণে আর্থুরকে অন্তত ৩/৪ মাস মাঠের বাইরে থাকতে হবে।

বিশ্বকাপের আর মাত্র দেড় মাস বাকি। আর্থুরকে এই সময়ের মধ্যে চোট ছিটকে দিয়েছে স্বপ্নের বিশ্বকাপ থেকে। ২৬ বছর বয়সী এই মিডফিল্ডার ইনস্টাগ্রামে জানান, লিভারপুলের অনুশীলনে সোমবার চোট পান তিনি।

ইন্সটাগ্রাম পোস্টে আর্থুর লেখেন, ‘দুঃখজনকভাবে, আপনারা সবাই জানেন, আমার বাম ঊরুর চোট আমাকে বেশ কিছু দিনের জন্য খেলার বাইরে নিয়ে গেছে। এটা এমন একটা সময়ে এসেছে যখন আমি প্রবল চেষ্টা ও দারুণ পরিশ্রম করেছি। আমি নতুন বলে নিজের জায়গা পাকা করার জন্য প্রস্তুত ছিলাম এবং আমার বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণের জন্য লড়াই করতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম।’

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত থেকে কাতার বিশ্বকাপ নিশ্চিত করে ব্রাজিল। বিশ্বকাপে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা পড়েছে অপেক্ষাকৃত সহজ গ্রুপে। নেইমারের দল প্রতিপক্ষ হিসেবে পেয়েছে সুইজারল্যান্ড, ক্যামেরুন ও সার্বিয়াকে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here