স্পোর্টস ডেস্কঃ জিওভানি লো সেলসোর কাতার বিশ্বকাপে খেলা হচ্ছে না। চোটে পড়েছেন আর্জেন্টাইন এই মিডফিল্ডার। লা লিগায় গত সপ্তাহে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি। এরপর জানা যায় পেশিতে চোট পেয়েছেন এই ফুটবলার।
চোটে শেষ পর্যন্ত কাতারের আসর থেকেই ছিটকে গেলেন লো সেলসো। তার ক্লাব ভিয়ারিয়াল মঙ্গলবার জানায় চোট সারাতে অস্ত্রোপচার করাতে হবে তার। যা কার্যত শেষ করে দিয়েছে এই আর্জেন্টাইনের বিশ্বকাপ খেলার ক্ষীণ সম্ভাবনাও।
আগামী ২২ নভেম্বর লুসাইলে সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনা তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। এই গ্রুপের অন্য দুই দল মেক্সিকো ও পোল্যান্ড। লো সেলসো পুরো আসর মিস করবেন বলে জানানো হয়েছে।
২০১৮ বিশ্বকাপে আর্জেন্টিনা দলে ছিলেন লে সেলসো। তবে কোনো ম্যাচ খেলা হয়নি তার। এবার অবশ্য প্রেক্ষাপট ছিল ভিন্ন। স্কালোনির দলের গুরুত্বপূর্ণ সদস্য তিনি। বিশ্ব সেরার মঞ্চে তাকে না পাওয়া সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য তাই বড় এক ধাক্কা।
আর্জেন্টিনার প্রাথমিক দল
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, হেরেনিমো রুলি, ফ্রাঙ্কো আরমানি, হুয়ান মুসো
ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, হেরমান পেসেলা, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, মার্কোস অ্যাকুনা, নিকোলাস তাগলিয়াফিকো, হুয়ান ফয়েত, ফাকুন্দো মেদিনা
মিডফিল্ডার: রদ্রিগো দি পল, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, গুইদো রদ্রিগেজ, আলেহান্দ্রো গোমেজ, এনজো ফার্নান্দেজ, এজেকিয়েল পালাসিওস
ফরোয়ার্ড: থিয়াগো আলমাদা, লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ, আনহেল দি মারিয়া, হুলিয়ান আলভারেজ, পাওলো দিবালা, আনহেল কোরেয়া, হোয়াকিন কোরেয়া ও নিকোলাস গঞ্জালেস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০