স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (ক্রিকেট বিপিএল)’র সম্প্রচার স্বত্ব হারাচ্ছে না চ্যানেল নাইন। মধ্যখানে বিসিবির শর্ত ভঙ্গ করায় চ্যানেল নাইনের কাছ থেকে সম্প্রচার স্বত্ব নিয়ে অন্য কয়েকটি চ্যানেল দেওয়ার চিন্তা-ভাবনায় ছিলো বিসিবি।
তবে বিসিবির সব শর্ত মেনে নেওয়ায় চ্যানেল নাইনের কাছেই থাকছে সম্প্রচার স্বত্ব।
সব শর্ত মানায় ও বকেয়া পরিশোধ করায় ৪ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএলের চতুর্থ আসরে সম্প্রচার স্বত্ব থাকছে এ চ্যানেলটির কাছেই।
বুধবার মিরপুরে বিপিএল গভর্নিং কাউন্সিলের সভা শেষে সংবাদমাধ্যমকে এ তথ্য জানানো হয়। বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আফজাল-উর-রহমান সিনহা বলেন, আমাদের সকল শর্ত মেনে নেয়ায় চ্যানেল নাইনই পাচ্ছে সম্প্রচার স্বত্ব।’
চ্যানেল নাইন চতুর্থ আসরের স্বত্ব পেলেও বিপিএলের পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসরের জন্য নতুন করে টেন্ডার আহবান করা হবে বলে জানান তিনি।
বিপিএলের ম্যাচগুলো সম্প্রচারের জন্য চ্যানেল নাইনের সঙ্গে ছয় বছরের চুক্তি করে বিসিবি। এর মধ্যে বিপিএলের প্রথম তিন আসর সম্প্রচার করেছে চ্যানেলটি। চুক্তি অনুযায়ী বকেয়া পরিশোধ না করায় এবার সম্প্রচার স্বত্ব হারাতে বসেছিল চ্যানেলটি। তবে শেষমেষ বকেয়া পরিশোধ ও শর্ত মেনে নেয়ায় এবারের আসর দেখা যাবে চ্যানেল নাইনের পর্দাতেই।
আগামী ৪ নভেম্বর থেকে শুরু হবে বিপিএলের চতুর্থ আসর। ৭ ডিসেম্বর নামবে পর্দা। অংশ নেবে সাতটি দল। ঢাকা ও চট্টগ্রামে হবে ম্যাচগুলো।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০