স্পোর্টস ডেস্কঃ পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে পাকিস্তানকে ৬ উইকেটে হারায় নিউজিল্যান্ড। সোমবার রাওয়ালপিন্ডিতে কিউইদের জয়ের নায়ক মার্ক চ্যাপম্যান। স্মরণীয় এক সেঞ্চুরিতে পাকিস্তানের আশা গুঁড়িয়ে অবিশ্বাস্যভাবে দলকে জয় এনে দেন তিনি। গতরাতে মাত্র ৫৭ বলে ১০৪ রানের ঝড়ো ইনিংস খেলেছেন চ্যাপম্যান।
১৬৫.৭১ স্ট্রাইক রেটে ২৯০ রান করে সিরিজের সেরা হয়েছেন চ্যাপম্যান। দাপুটে সেঞ্চুরিতে পাকিস্তানকে শেষ টি-টোয়েন্টিতে হারিয়ে দেন তিনি। যার কৃতিত্ব পুরোটা তাঁকে দিচ্ছেন কিইদের অধিনায়ক টম লাথাম। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমাদের অনেকেরই দেখা জীবনের সেরা ইনিংসগুলির একটি এটি। চ্যাপম্যানকে টুপি খোলা অভিনন্দন। চ্যাপম্যান ও নিশামের জুটি দুর্দান্ত খেলে চাপটা প্রতিপক্ষের ওপর ফিরিয়ে দেয়। অসাধারণ খেলেছে ওরা।’
লাথাম আরো বলেন, ‘বিশ্বের সেরা টি-টোয়েন্টি বোলিং আক্রমণের একটির বিপক্ষে যেভাবে খেলেছে চ্যাপম্যান, কোনো অংশেই তা অসাধারণ কিছুর চেয়ে কম নয়। পঞ্চম ও সিরিজ নির্ধারণ ম্যাচে যে ইনিংসটি সে খেলেছে, তা স্পেশাল এবং এমন দারুণ ফর্মের একজনকে ওয়ানডে দলে যোগ করতে পেরে আমরা খুশি।’
এদিকে টি-টোয়েন্টিতে দ্যুতি ছড়িয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলেও জায়গা করে নিয়েছেন চ্যাপম্যান। নিউজিল্যান্ডের এই ব্যাটার ২০১৮ সালে প্রথমবার কিউইদের জার্সিতে ৫০ ওভারের ক্রিকেটে খেলেছেন। আগামী ২৭ ও ২৯ এপ্রিল রাওয়ালপিন্ডিতে হবে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ। পরের তিনটি অনুষ্ঠিত হবে করাচিতে ৩, ৫ ও ৭ মে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০