চ্যাম্পম্যানের সেঞ্চুরি, অ্যালিন-ডেরিলের হাফ সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের বড় জয়

0
62

স্পোর্টস ডেস্ক:: এক শতক, দুই অর্ধশতকে ৩০৬ রান টপকে সিরিজের একমাত্র ওয়ানডে ম্যাচটি জিতে নিয়েছে নিউজিল্যান্ড। স্বাগতিক স্কটল্যান্ডকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে সফরকারী কিউরা।

আগে ব্যাট করা স্কটল্যান্ড দুই অর্ধশতকে ৩০৬ রানের বড় লক্ষ্য দাঁড় করায় কিউদের সামনে। জবাবে খেলতে নামা সফরকারীরা মার্ক চ্যাম্পম্যানের শতক, ফিন অ্যালিন ও ডেরিল মিচেলের হাফ সেঞ্চুরিতে মাত্র তিন উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে।

৩০৭ রানের টার্গেটে খেলতে নামা কিউরা উদ্বোধনী জুটিতেই ৭৮ রান তুলে নেয়। দুই ওপেনার মার্টিন গাপটিল ও ফিলন দারুণ শুরু করে দেন। ইনিংসের ১৪তম ওভারের তৃতীয় বলে ফিন অ্যালিন সাজঘরে ফেরেন হাফ সেঞ্চুরি আদায় করে। নয়টি চারে ৪৮ বলে ৫০ রান করেন এই ওপেনার। ৩২ রান করেন ডেন কেলিভার। ৪৭ রান করেন মার্টিন গাপটিল। ২৪তম ওভারের শেষ বলে দলীয় ১৩২ রানে তৃতীয় উইকেটে ডেন ক্লেভারের উইকেট হারায় দলটি।

চতুর্থ উইকেটে সেঞ্চুরিয়ান মার্ক চ্যাম্পম্যান ও হাফ সেঞ্চুরিয়ান ডেরিল মিচেলের ব্যাটে জয় নিশ্চিত করে কিউরা। ছয় চার ও সাত ছয়ে ৭৫ বলে ১০১ রান করেন অপরাজিত থাকেন সেঞ্চুরিয়ান চ্যাম্পম্যান। আট চার ও এক ছয়ে ৬২ বলে ৭২ রান করে অপরাজিত থাকেন ডেরিল মিচেল।

স্কটল্যান্ডের হয়ে মিচেল লেসাক ২টি ও হামজা তাহির ১টি করে উইকেট লাভ করেন।

টস জিতে ব্যাট করতে নামা স্কটল্যান্ড লিসেক ও ক্রসের ব্যাটে ৩০৬ রানে অলআউ হয়। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ৮৫ রান করেন মিচেল লিসেক। ৫৫ বলের ইনিংসে নয়টি চার ও চার ছক্কার মার ছিলো। সাত চারে ৫৮ বলে ৫৩ রান করেন ম্যাথিউ ক্রস। এছাড়াও ৩৬ রান করেন মিচেল জোনস। ২৮ রান আসে শরিফের ব্যাট থেকে।

নিউজিল্যান্ডের হয়ে মিচেল ব্রেসওয়েল ও জেকব ৩টি করে উইকেট লাভ করেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here