স্পোর্টস ডেস্ক:: মাত্রই ফরাসি লিগে চ্যাম্পিয়ন হয়েছেন। চ্যাম্পিয়ন উদযাপনেরও সময় মিলেনি খুব একটা। গুরুতর আহত হয়ে হাসপাতালে যেতে হলো পিএসজির গোলরক্ষক সার্জিও রিকোকে।
লিগ ওয়ানে স্ট্রাসবুর্গের বিপক্ষে মেসির গোলে ১-১ গোলে ‘ড্র’ করে চ্যাম্পিয়ন হয় পিএসজি। এরপরই দলটির ফুটবলারদের ছুটি দেওয়া হয়। ছুটি কাটাতে স্পেনে নিজের শহরে যান সার্জিও রিকো। সেখানে একটি ঘোড়া দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়ে মারাত্মক হয়েছেন তিনি। তাকে হাসপাতালের আইসিইউতে নিবির পরিচর্যায় রাখা হয়েছে।
স্পেন জাতীয় দলের হয়ে খেলা এই গোলরক্ষক নিজের শহর সেভিয়ায় ঘোড়া দৌড়ে অংশ নেন। উল্টো দিক থেকে আসা আরেকটি ঘোড়ার সঙ্গে তার ঘোড়ার সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। আয়োজকেরা দ্রুতই তাকে হাসপাতালে নিয়ে যান।
গোলরক্ষকের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে পিএসজি কর্তৃপক্ষ বলছে, ‘আমরা রিকোর গুরুতর আহত হওয়ার ঘটনাটি জেনেছি। তার পরিবারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।’
২০১৪ সালে সেভিয়ার জার্সিতে পেশাদার ফুটবল শুরু করা রিকো ২০১৯ সাল থেকে আছেন ফরাসি ক্লাবটিতে। ক্লাবের মূলগোলরক্ষক ধন্নারুম্মার বিকল্প হিসেবে আছেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post