স্পোর্টস ডেস্ক:: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারত। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তানকের ভারতের ম্যাচগুলো আয়োজন করতে হবে শ্রীলঙ্কা বা দুবাইয়ে।
সেক্ষেত্রে চ্যাম্পিয়ন্স ট্রফির একক আয়োজক আর থাকছে না পাকিস্তান। সহ আয়োজক বা যৌথ আয়োজক হয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে হবে তাদেরকে। পাকিস্তান ক্রিকেট বোর্ড আগামি বছরে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করবে।
পিসিবি আগামি বছরের ফেব্রুয়ারি-মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সম্ভাব্য সূচি তৈরি করেছে। ভেন্যু হিসেবে নির্ধারন করছে তিনটি স্টেডিয়ামকে। ভারতের সীমান্তবর্তী হওয়ায় লাহোরে রাখা হয়েছে দেশটির সবক’টি ম্যাচও। তবুও মন গলেনি ভারতের।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের সম্ভাব্য সূচি অনুযায়ী আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হয়ে ৯ মার্চ পর্যন্ত চলবে চ্যাম্পিয়নস ট্রফি। আট দলের এ টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে আছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। আর ‘বি’ গ্রুপে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান।
তবে ভারত শুরুতেই আটকে দিলো পাকিস্তানের একক আয়োজনের চ্যাম্পিয়ন্স ট্রফি। এখন পিসিবিকে আইসিসির সাথে বসতে হবে, ভারতের ম্যাচগুলোর ভেন্যু নতুন করে টিক করতে হবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post