স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে আজ দুই পরাশক্তির লড়াই। তবে চলতি আসরে লড়াইয়ের ছিটেফোঁটাও দেখাতে পারছে না বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। অন্যদিকে সেমিফাইনালের দৌড়ে ভালোভাবেই এগিয়ে আছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। আহমেদাবাদে শনিবারের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়।
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দুই বিপরীত মেরুতে অবস্থান অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের। বিশ্বকাপে সর্বাধিকবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া সেমিফাইনালের টিকিটের অপেক্ষায় রয়েছে। টুর্নামেন্টের শুরুতে প্রথম দুই ম্যাচে হেরে নিজেদের অবস্থা বেশ নাজুক করে তুললেও পরে জয়ের ধারায় ফিরেছে তারা। টানা চার ম্যাচে জয় তাদের। অন্যদিকে আসর থেকে বাদ পড়া ইংলিশদের চোখ আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। এই ম্যাচে অজিদের একাদশে এসেছে একাধিক পরিবর্তন। দেশে ফিরে যাওয়া মিচেল মার্শ নেই আজকের ম্যাচে। এছাড়া চোট পাওয়া গ্লেন ম্যাক্সওয়েলও নেই আজ। তাদের বদলি হিসেবে একাদশে ডাক পড়েছে ক্যামেরন গ্রিন-মার্কাশ স্টোয়নিসের। এদিকে ইংল্যান্ডের একাদশে আছেন মার্ক উড-ডেভিড উইলিরা।
ইংল্যান্ড একাদশ: জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক, উইকেটকিপার), মঈন আলী, লিয়াম লিভিংস্টোন, ক্রিস ওকস, ডেভিড উইলি, আদিল রশিদ ও মার্ক উড।
অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, ট্র্যাভিস হেড, স্টিভেন স্মিথ, মারনাস লাবুশেন, জশ ইঙ্গলিস (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, মার্কাস স্টয়নিস, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজেলউড।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০