স্পোর্টস ডেস্ক:: আইসিসির বৈশ্বিক বড় আসর মানেই নতুন জার্সি। বাংলাদেশের নতুন জার্সি মানেই আলোচনা-সমালোচনার ঝড়। আগামি ১৯ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড টাইগারদের জার্সি উন্মোচন করেছে।
ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু হবে। তার আগে আজ বিসিবি দৃষ্টিনন্দন জার্সি উন্মোন করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সন্ধ্যায় ক্রিকেট বোর্ড নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে জার্সির ভিডিও প্রকাশ করে। দৃষ্টিনন্দন জার্সি নজর কেড়েছে সমর্থকদের। সমালোচনা এড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসা পাচ্ছে ক্রিকেট বোর্ড।
বিসিবির প্রকাশিত ভিডিওতে দেখা যায়, জার্সির নিচের অংশে সোনালি রঙে টাইগার ক্রিকেটের প্রতীক বাঘের মুখের অবয়ব।চিরাচরিত লাল ও সবুজের মিশ্রণ হৃদয় জয় করেছে সমর্থকদের। বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, জাকের আলি, নাহিদ রানা, তানজিম হাসান ও নাসুম আহমেদরা জার্সি পরে ভিডিওতে অংশ নিয়েছেন।
জার্সির ডান পাশে চ্যাম্পিয়ন্স ট্রফি ও আয়োজক পাকিস্তানের নাম লিখা। ডান পাশে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লগো। বুকে সবুজের মধ্যে বড় করে ইংরেজিতা লিখা ‘বাংলাদেশ।’ চ্যাম্পিয়ন্স ট্রফি উদ্বোধনের পর দিন ভারতের বিপক্ষে টাইগারদের ম্যাচ। নাজমুলের দল দ্বিতীয় ম্যাচটি খেলবে ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে, ২৭ ফেব্রুয়ারি গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে খেলবে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০০