নিজস্ব প্রতিবেদক:: চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে টস জিতেছে বাংলাদেশ। টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। রোহিত শর্মার ভারতকে আগে ফিল্ডিং করতে হবে।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় ম্যাচটি শুরু হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ ‘এ’তে বাংলাদেশ, ভারত ছাড়াও রয়েছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। গ্রুপে ভারত ও বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে।
টাইগাররা একাদশ সাজিয়েছেন তিন পেসার ও দুই স্পিনারকে নিয়ে। লেগ স্পিন অলরাউ্ন্ডার রিশাদ হোসেন আছেন একাদশে। পেস আক্রমণে তাসকিন আহমদের সঙ্গী হয়েছে মুস্তাফিজুর রহমান ও তানজীম হাসান সাকিব।
বাংলাদেশ একাদশ:: তানজীদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনীক, রিশাদ হোসেন, তানজীম হাসান সাকিব, তাসকিন আহমদ ও মুস্তাফিজুর রহমান।
ভারত একাদশ: রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়ার্স আয়ার, অক্ষর প্যাটেল, লুকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, হার্তিশ রানা, মোহাম্মদ শামী ও কুলদ্বীপ যাদব।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০