নিজস্ব প্রতিবেদকঃ বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে দিল্লিতে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। সেমিফাইনালের দৌড় থেকে এরই মধ্যে ছিটকে গেছে দুই দল। তবে দুই দলের সামনে আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা নিশ্চিত করার লক্ষ্য।
দিল্লিতে সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। ম্যাচটিতে বাংলাদেশের পক্ষে একটি পরিবর্তন আনা হয়েছে। মুস্তাফিজুর রহমানের বদলে বিশ্বকাপের একাদশে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তানজিম হাসান সাকিব।
অপরদিকে লঙ্কান একাদশে আনা হয়েছে দুটি পরিবর্তন। দিমুথ করুণারত্নে ও দুশান হেমন্তের পরিবর্তে খেলবেন কুশল পেরেরা এবং ধনঞ্জয়া ডি সিলভা। এদিকে টসের পর বাংলাদেশের অধিনায়ক সাকিব জানান, মুস্তাফিজুর রহমান ফিট নন।
বাংলাদেশ একাদশ- লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তানজিম হাসান ও শরীফুল ইসলাম।
শ্রীলঙ্কা একাদশ- পাতুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (অধিনায়ক, উইকেটকিপার), সাদিরা সামারাবিক্রমা, চারিত আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথুস, ধনাঞ্জয়া ডি সিলভা, মহীশ তিকশানা, কাসুন রাজিতা, দুষ্মন্ত চামিরা ও দিলশান মাদুশঙ্কা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post