নিজস্ব প্রতিবেদকঃ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। রোববার (১২ জানুয়ারি, ২০২৫) দুপুর সাড়ে ১২টার পর মিরপুর শের-ই-বাংলার সংবাদ সম্মেলন রুমে নির্বাচক প্যানেলের প্রধান গাজী আশরাফ হোসেন লিপু চ্যাম্পিয়নস ট্রফির ১৫ সদস্যের দল ঘোষণা করেন।
ফর্মহীনতায় থাকা লিটন দাস নেই বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে। এছাড়া সাকিব আল হাসান আইসিসি থেকে বোলিংয়ে নিষেধাজ্ঞা পাওয়ায় তাকে দলে রাখে নি বিসিবি। চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠবে ১৯ ফেব্রুয়ারি, যা চলবে ৯ মার্চ পর্যন্ত। ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ টুর্নামেন্ট শুরু করবে। আসরে স্বাগতিক পাকিস্তান। তবে ভারতের ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেন্যুতে।
ওপেনিংয়ের জন্য রাখা হয়েছে সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম আর তরুণ পারভেজ হোসেন ইমনকে। দলের নেতৃত্বে থাকছেন যথারীতি নাজমুল হোসেন শান্ত। তামিম ইকবাল আগেই অবসর নিয়েছেন, সাকিবও নেই। তবে আছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম আর মুশফিকুর রহিম। স্পিন বোলিংয়ে মেহেদী হাসান মিরাজের সঙ্গে রিশাদ হোসেন আর নাসুম আহমেদ আছেন। পেস আক্রমণে তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমানের সঙ্গে তরুণ তানজিম হাসান সাকিব আর নাহিদ রানা।
চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০০০