স্পোর্টস ডেস্ক:: চ্যাম্পিয়ন্স ট্রফির সবচেয়ে উত্তেজনার ম্যাচ ভারত-পাকিস্তান। দুবাইয়ে মাঠে নামছে দুই দল। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার বিপক্ষে টস জিতেছেন পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক।
ভারতের বিপক্ষে পাকিস্তান একাদশে এসেছে একটি পরিবর্তন। ফখর জামান ইনজুরি কারণে দলে নেই। তার জায়গায় আজ ভারতের বিপক্ষে খেলছেন ইমাম উল হক। চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ আসর ২০১৭ সালে ভারতকে হারিয়েই শিরোপা জিতেছিল পাকিস্তান। ভারত আজ প্রতিশোধ নিতে চাইবে, পাকিস্তানও চাইবে জয়ে ফিরে শিরোপা ধরে রাখতে।
পাকিস্তান একাদশ:
ইমাম-উল-হক, বাবর আজম, সউদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার ও অধিনায়ক), সালমান আলি আগা, তৈয়ব তাহির, খুশদিল শাহ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ, আবরার আহমেদ।
ভারত একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব।