স্পোর্টস ডেস্ক:: আগামি বছরে অনুষ্টিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক কে হবেন সেটা অনিশ্চিত। আয়োজক পাকিস্তানে ভারত খেলতে যেতে অস্বীকৃতি জানানোতেই শুরু হয়েছে যত সমস্যা। পাকিস্তান জানিয়েছে, তারা ভারতকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করবে।
চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান থাকবে কি? না অন্য কোনো দেশ আয়োজক হবে? সেটি এখন লাখ টাকার প্রশ্ন। সেই প্রশ্নকে অমিমাংসিত রেখে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বিশ্ব ভ্রমণ শুরু করে দিয়েছে। চ্যাম্পিয়নের স্বীকৃতি ট্রফিটি ঘুরবে অংশগ্রহণকারী দেশগুলো।
১৬ নভেম্বর থেকে আয়োজক পাকিস্তান দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি ট্যুর শুরু হয়েছে। বাইভিত্তিক বহুজাতিক লজিস্টিক কোম্পানি ‘ডিপি ওয়ার্ল্ড’র ব্যবস্থাপনায় আগাম ২৭ জানুয়ারি পর্যন্ত ট্যুরে থাকবে এই ট্রফি। বাংলাদেশ ভ্রমণেও আসবে চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তান, আফগানিস্তান ঘুরে তৃতীয় দেশ হিসেবে বাংলাদেশে আসবে এই ট্রফি। থাকবে ১০ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত।
তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনো চ্যাম্পিয়ন্স ট্রফি ট্যুরের পরিকল্পনা প্রকাশ করেনি। ট্রফি কি শুধু ঢাকাতেই থাকবে? নাকি অন্য শহরেও যাবে সেটি এখনো জানা যায়নি। এর আগে গত ওয়ানডে বিশ্বকাপের ট্রফি ঢাকায় ছিলো। ফটোসেশনের জন্য নিয়ে যাওয়া হয়েছিলো পদ্মাসেতুতে।
ট্রফি সবচেয়ে বেশি দিন থাকবে ভারতে। দশ দিন ভারতের বিভিন্ন রাজ্য ঘুরবে চ্যাম্পিয়ন্স ট্রফি। সবশেষ দেশ হিসেবে ভারত ভ্রমণ করবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ১৫ জানুয়ারি ভাতরে যাবে ট্রফি, থাকবে ২৬ জানুয়ারি পর্যন্ত। এরপর ট্রফিটি আয়োজক পাকিস্তান ফেরার কথা ২৭ জানুয়ারি।
১৬ নভম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত পাকিস্তান প্রদর্শিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। দ্বিতীয় দেশ হিসেবে আফগানি্স্তানে যাবে ২৬ নভেম্বর। থাকবে ২৮ নভেম্বর পর্যন্ত। এরপর বাংলাদেশে আসবে ১০ ডিসেম্বর, থাবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। বাংলাদেশ ভ্রমণ শেষ করে ট্রফি যাবে দক্ষিণ আফ্রিকায়। ১৫ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত থাকবে আফ্রিকাতে। এরপর ট্রফি যাবে অস্ট্রেলিয়াতে। ২২ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত অস্ট্রেলিয়া প্রদর্শনী হবে চ্যাম্পিয়ন্স ট্রফির।
অস্ট্রেলিয়া থেকে ট্রফি যাবে নিউজিল্যান্ডে। ৬ থেকে ১১ জানুয়ারি নিউজিল্যান্ডে থাকবে ট্রফি। চ্যাম্পিয়ন্স ট্রফি ইংল্যান্ড ভ্রমণ করবে ১২ থেকে ১৪ জানুয়ারি। এরপর ট্রফি আসবে ভারতে। থাকবে ১৫ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত। ২৭ জানুয়ারি ট্রফি চলে যাবে আয়োজক পাকিস্তানের কাছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০