স্পোর্টস ডেস্ক:: ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) চ্যাম্পয়িন্স ট্রফির দু’টি সেমিফাইনালের একটিতে রিজার্ভ ডে রাখছে। যদিও আইসিসি এখনো অফিসিয়াল ফিক্সশ্চার প্রকাশ করেনি। তবে ফাঁস হওয়া সূচিতে দেখা গেছে, দুই সেমিফাইনালের একটি রিজার্ভ ডে নেই।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি এবং সংযুক্ত আরব আমিরাতের জ্যেষ্ঠ মন্ত্রী ও এমিরেটস ক্রিকেট বোর্ডের প্রধান শেখ নাহিয়ান আল মুবারাকের মধ্যে পাকিস্তানে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। সেই বৈঠকে হাইব্রিড মডেলের রূপরেখা এবং সূচি চূড়ান্ত হয়েছে।
ফাঁস হওয়া সূচিতে দেখা গেছে, ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তানের করাচিতে হবে উদ্বোধনী ম্যাচটি। গ্রুপ পর্বের খেলা শেষে ৪ মার্চ প্রথম সেমিফাইনাল, ৫ মার্চ দ্বিতীয় সেমিফাইনাল। ফাইনাল হবে ৯ মার্চ। ৪ মার্চের প্রথম সেমিফাইনালে রিজার্ভ নেই। তবে পরদিনের দ্বিতীয় সেমিফাইনালে রিজার্ভ ডে আছে।
দু’টি সেমিফাইনালই আপাতত পাকিস্তানে রাখা হয়েছে। তবে ভারত সেমিফাইনালে গেলে তাদের ম্যাচটি সংযুক্ত আরব-আমিরাতে হবে। ভারত নিজেদের গ্রুপ পর্বের ম্যাচগুলোও আরব-আমিরাতে খেলবে। ভারত ফাইনালে গেলে সেই ম্যাচটিই আরব-আমিরাতে হবে। আর ভারত ফাইনালে না গেলে ফাইনাল পাকিস্তানে হবে। লাহোরকে আপাতত ফাইনাল ভেন্যু হিসেবে রাখা হয়েছে।
চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ ‘এ’তে লড়াই করবে স্বাগতিক পাকিস্তান, ভার, বালাদেশ ও নিউজিল্যান্ড। গ্রুপ ‘বি’তে লড়াই করবে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০