চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ইস্তাম্বুলেই হবে

0
39

স্পোর্টস ডেস্কঃ ভূমিকম্পের ভয়াবহতার এখন রাজনৈতিক উত্তাপ বিরাজ করছে তুরষ্কে। স্থানীয়ভাবে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে সেখানে। এদিকে দেশটির রাজধানী ইস্তাম্বুলে  যার ফলে সেখান থেকে উয়েফা ২০২৩ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সরিয়ে নেওয়ার একটা আলোচনা উঠে এসেছিল।

তবে এই ধরনের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে উয়েফা। শুক্রবার আনুষ্ঠানিক এক বিবৃতির মাধ্যমে ইউরোপের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, নির্ধারিত সময়ে, নির্ধারিত স্থানেই হবে এবারের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। কোনো পরিবর্তন করা হবে না।

উয়েফা জানায়, ‘উয়েফা ২০২৩ সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের ব্যাপারে নিজেদের অবস্থান স্পষ্ট করতে চায়। ২০২৩ সালের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নির্ধারিত সূচি অনুযায়ী ১০ জুন ইস্তাম্বুলেই হবে।’

এর আগে ২০২০ সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হওয়ার কথা ছিল ইস্তাম্বুলে। তবে করোনা মহামারীর কারণে ফাইনালসহ নকআউট পর্বের সব ম্যাচ আয়োজন করা হয় পর্তুগালের লিসবনে। এরপর চলতি মৌসুমের ফাইনাল আয়োজনের দায়িত্ব পায় ইস্তাম্বুল।

এবারের আসরে একটি সেমি ফাইনালে লড়ছে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। অপর সেমি ফাইনালে লড়ছে এসি মিলান ও ইন্টার মিলান। ইতিমধ্যেই প্রথম লেগ অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় লেগ শেষেই জানা যাবে কোন দুই দল যাবে ফাইনালে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here