স্পোর্টস ডেস্কঃ ভাইরাসজনিত জ্বরের কারণে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে কয়েক দিন অনুশীলন করতে পারেননি আন্দ্রে লুনিন। গোটা দল বৃহস্পতিবার লন্ডনে এলেও দলের সঙ্গে আসতে পারেননি তিনি। শুক্রবারের সংবাদ সম্মেলনে আনচেলত্তি জানান, ফাইনালের দিন দলের সঙ্গে যোগ দেবেন লুনিন। অর্থাৎ ফাইনালে খেলা হবে না ফর্মে থাকা এই গোলরক্ষকের।
লুনিন ছিটকে যাওয়ায় ফাইনালে খেলবেন থিবো কোর্তোয়া। সমর্থকদের উদ্দেশে দেয়া বার্তায় লুনিন বলেন, ‘আমি খুবই দুঃখিত যে, চলতি মৌসুমের এবং আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে আমি দলের সঙ্গে প্রস্তুতি নিতে পারছি না। সবাইকে তাদের দেয়া মেসেজ, সমর্থন আর উৎসাহের জন্য ধন্যবাদ জানাই।’
এদিকে লুনিন সম্প্রতি আক্রান্ত হয়েছেন ইনফ্লুয়েঞ্জা-বি ভাইরাসে। ইনজুরির কারণে দলের শেষ তিনটি অনুশীলন মিস করেন তিনি। এরপরও মাদ্রিদের মেডিকেল টিম নিবিড়ভাবে তাকে পর্যবেক্ষণে রেখেছিল। ইনফ্লুয়েঞ্জা বি সংক্রমণে সাধারণত এক সপ্তাহের পরিচর্যার দরকার হয়। তবে এরইমাঝে ফাইনালের দিনক্ষণ চলে আসায় লুনিনকে রেখেই লন্ডনের ফাইনালে নামছে রিয়াল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post