স্পোর্টস ডেস্কঃ এশিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে বড় আসর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ। আর এবারের চ্যাম্পিয়ন্স লিগের বাছাই পর্বে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংস। প্রথমবার এমন সুযোগ পেয়েছে দেশের শীর্ষস্থানীয় এই ফুটবল ক্লাব।
আগামী ১৫ আগস্ট বাছাই পর্বের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব শারজাহ এফসির বিপক্ষে খেলতে নামবে বসুন্ধরা কিংস। আর সেই ম্যাচ খেলতে শনিবার আরব আমিরাতের শারজাহতে পৌঁছে গেছে কিংসরা। শনিবার সকালে বাংলাদেশ ত্যাগ করে, বিকালে শারজাহতে পৌঁছেছে দেশটি।
প্রথম দিন সেখানে টিম হোটেলে জিম সেশন ও সুইমিং সেশন করবে বসুন্ধরা কিংসের ফুটবলাররা। আর রোববার থেকে মাঠের অনুশীলনে ব্যস্ত হয়ে পড়বেন তপু, জিকো, সোহেলরা।
বিশাল বহর নিয়ে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছে বসুন্ধরা কিংস। নিজেদের সেরাটা দিয়ে ভালো কিছু করে দেখাতে চায় রবিনহো, মোরসালিনরা। যদিও প্রতিপক্ষ বেশ শক্তিশালী। ইউরোপের ফুটবল মাতিয়ে আসা মিরালেম পিয়ানিচ, পাকো আলকাসারের মতো ফুটবলার আছেন সেই দলে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post