স্পোর্টস ডেস্কঃ ২০২৩-২৪ পুরো মৌসুমটাই দুর্দান্ত কেটেছে রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়রের। জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপ আর গত মাসে লা লিগা জয়ের পর গত শনিবার রাতে সবচেয়ে বড় ট্রফি জিতলেন এই ব্রাজিলিয়ান। বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছে রিয়াল। চমৎকার সব সাফল্য অর্জন করতে পেরে খুশির শেষ নেই ভিনির।
রিয়ালের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগ জয়ে অনেক বড় অবদান রাখা ভিনি পেয়েছেন দারুণ এক স্বীকৃতি। আসরের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ফাইনালে একটিসহ আসরে ১০ ম্যাচ খেলে ৬ গোল করেন তিনি। এছাড়া অ্যাসিস্ট করেন তিনি ৫টি। গত আসরে ৭ গোলের সঙ্গে তার অ্যাসিস্ট ছিল ৫টি। চ্যাম্পিয়ন্স লিগে টানা দুই আসরে অন্তত ৫টি করে গোল ও অ্যাসিস্ট করা দ্বিতীয় খেলোয়াড় তিনি। প্রথমজন লুইস ফিগো- ১৯৯৯-০০ মৌসুমে বার্সেলোনার হয়ে (৫ গোল, ৯ অ্যাসিস্ট) ও ২০০০-০১ মৌসুমে রেয়াল মাদ্রিদের হয়ে (৫ গোল, ৭ অ্যাসিস্ট)।
এদিকে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর এক সাক্ষাৎকারে ভিনি বলেছিলেন, ‘এই ক্লাবের হয়ে আরেকটি চ্যাম্পিয়ন্স লিগ জিততে পেরে আমি খুব খুশি, যেই ক্লাব আমাকে অনেক কিছু দিয়েছে। অবিশ্বাস্য ব্যাপার। সবার এই অভিজ্ঞতা হয় না এবং এই ট্রফি এতবার জিততে পারে না। মনে হতে পারে, এখানে এসে জেতাটা সহজ (কিন্তু তা নয়)। অনেক অনেক চোট নিয়ে আমরা মৌসুম জুড়ে অনেক ভুগেছি। এই পর্যন্ত আসতে সবাই অবিশ্বাস্যমাত্রায় কঠোর পরিশ্রম করেছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post