স্পোর্টস ডেস্কঃ চ্যাম্পিয়ন্স লিগে পিছিয়ে থেকেও জয় তুলে নিয়েছে বার্সেলোনা। এই জয়ের মাধ্যমে নকআউট পর্ব নিশ্চিত হলো তাদের। মঙ্গলবার পর্তুগিজ ক্লাব পোর্তোকে ২-১ গোলে হারিয়েছে তারা। তিন বছরের মধ্যে এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে খেলা নিশ্চিত করল কাতালানরা।
পোর্তোকে বেশিক্ষণ গোলশূন্য রাখতে পারেননি বার্সার বদলি গোলরক্ষক ইনাকি পেনা। ম্যাচের ৩০তম মিনিটে বার্সার জালে বল জড়িয়ে দিয়ে ১-০ তে এগিয়ে যায় পর্তগিজ ক্লাবটি। দলের হয়ে গোল করেন ব্রাজিলিয়ার ফরোয়ার্ড পেপে। তবে পোর্তো বেশিক্ষণ সময় লিড ধরে রাখতে পারেনি। গোল হজমের ২ মিনিট পরই পাল্টা আক্রমণ করে দলকে সমতায় ফেরান বার্সার ডিফেন্ডার জোয়াও কানসেলো।
পেদ্রির পাস ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঠুকে পড়েন কানসেলো। এরপর জোরাল শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন এই পর্তুগিজ ডিফেন্ডার। বিরতির আগে আর কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধে খেলতে গোল পেতে বেশি দেরি করেনি বার্সা। ম্যাচের ৫৭তম মিনিটে জয়সূচক গোলটি করেন আরেক পর্তুগিজ ফরোয়ার্ড জোয়াও ফেলিক্স। অবশেষে ২-১ গোলে জয় নিয়ে মাস ছাড়ে বার্সালোনা।
এ জয়ের মাধ্যমে ৫ ম্যাচে ১২ পয়েন্ট হলো বার্সেলোনার। ‘এইচ’ গ্রুপে সবার শীর্ষেই তারা। ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে পোর্তো। ৯ পয়েন্ট আছে তৃতীয় স্থানে থাকা শাখতার দোনেৎস্কেরও। তবে পোর্তোর চেয়ে গোল ব্যবধানে পিছিয়ে আছে তারা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post