স্পোর্টস ডেস্কঃ সুইজারল্যান্ডের নিয়নে অনুষ্ঠিত হয়ে গেল ২০২৩-২৪ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ড্র। একইসাথে ঠিক হয়ে গেছে সেমি ফাইনালের ড্র’ও। কোয়ার্টার ফাইনালে ৮টি দলের নাম ছিল। আর সেই ৮টি দল হলো প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি), এফসি বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ, আর্সেনাল, অ্যাথলেটিকো মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ড।
কোয়ার্টার ফাইনালের ড্র’তে পিএসজিকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বার্সেলোনা। শেষ আটে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। এছাড়া দেখা যাবে আর্সেনাল-বায়ার্ন মিউনিখ ও অ্যাথলেটিকো মাদ্রিদ-বরুশিয়া ডর্টমুন্ডের লড়াই।
নিজ নিজ ম্যাচে জয়ী দলগুলো যাবে সেমি ফাইনালে। এর মধ্যে পিএসজি-বার্সা ও অ্যাথলেটিকো-ডর্টমুন্ডের মধ্যকার ম্যাচের জয়ী দলগুলো মুখোমুখি হবে শেষ চারে। সেমির অপর ম্যাচের দুই প্রতিপক্ষ নির্ধারণ হবে আর্সেনাল-বায়ার্ন ও রিয়াল-সিটির ম্যাচের জয়ী দল থেকে।
আগামী ৯ এপ্রিল কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হবে দলগুলো। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ হবে ১৬ এপ্রিল। ৩০ এপ্রিল সেমি ফাইনালের প্রথম লেগ আর ফিরতি লেগ ৭ মে অনুষ্ঠিত হবে। আর ১ জুন লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে হবে চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরের ফাইনাল।
Discussion about this post