স্পোর্টস ডেস্ক:: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গত মৌসুমের ফাইনালিস্ট লিভারপুল ও রিয়াল মাদ্রিদ। শেষ আসরে লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিলো রিয়াল মাদ্রিদ। এবার তাদের দেখা শেষ ষোলোতেই। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও রানার্সআপদের লড়াই এবার সেরা ১৬তে দেখে নেবেন সমর্থকেরা।
আগামি বছরের ১৪ ফেব্রুয়ারি প্রথম লেগে এবং ৭ র্মাচ দ্বিতীয় লেগে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ ও লিভারপুল। গত আসরের ফাইনালিস্ট এবার লড়াই হবে ফাইনালে যাওয়ার।
সুইজারল্যান্ডের নিওনে অনুষ্ঠিত হয়ে গেল চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর ড্র। যেখানে বেশ কয়েকটি জমজমাট ম্যাচের আভাস মিলছে। যার মধ্যে একটি প্যারিস সেইন্ট জার্মেইন ও বায়ার্ন মিউনিখের ম্যাচ। আরেকটি রিয়াল মাদ্রিদ ও লিভারপুলের ম্যাচ। গ্রুপ পর্বে ৮ চ্যাম্পিয়ন দলকে রাখা হয়েছিল এক পটে। আরেক পটে রাখা হয়েছিল ৮ রানার্সআপদের।
পিএসজি প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বায়ার্নকে। সবশেষ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ ছিলো লিভারপুল। এবার শেষ ষোলোতেই মুখোমুখি হচ্ছে দুই দল। পিএসজিকে শেষ ষোলোয় খেলতে হবে বায়ার্ন মিউনিখের বিপক্ষে। ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ লাইপজিগ। শেষ ষোলোতে বেনফিকার প্রতিপক্ষ ক্লাব ব্রুশ। টটেনহ্যাম প্রতিপক্ষ হিসেবে পেয়েছে এসি মিলানকে।
সেরা ষোলোতে নাপোলির প্রতিপক্ষ ফ্রাংকফুট। চেলসি প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ডর্টমুন্ডকে। পোর্তোর প্রতিপক্ষ ইন্টার মিলান। সমর্থকেরা জমজমাট শেষ ষোলোর লড়াই দেখার অপেক্ষায় আছেন।
এ মাসেই শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ফুটবল। শেষ হবে আগামি ডিসেম্বরে। আগামি বছরের ফেব্রুয়ারিতে শুরু হবে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর খেলা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০0