স্পোর্টস ডেস্ক:: বায়ার্ন মিউনিখকে রুখে দিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত করলো ম্যানচেস্টার সিটি। ছয়বারের চ্যাম্পিয়ন নিজেদের মাঠেই রুখে দিয়েছে গার্দিওয়লার দল। দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের অগ্রগামিতায় সেমিফাইনাল নিশ্চিত করলো দলটি।
কোয়ার্টারফাইনালের প্রথম লেগে সিটি বায়ার্নকে হারিয়ে ছিলো ৩-০ গোলে। দ্বিতীয় লেগে তাই বায়ার্ন চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকার জন্য মরিয়া উঠে। তিন গোলের ব্যবধান ঘুচানোর মিরাকল আশায় করেছিলো দলটি। তবে তাদের সেই আশা নিরাশায় পরিণত হয়েছে। দ্বিতীয় লেগের ম্যাচটি ম্যানচেস্টার সিটি ১-১ গোলের সমতায় নিষ্পত্তি করেছে।
দুই দলের ম্যাচটির প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল। মিস করেছে একাধিক গোলের সুযোগ। প্রথমার্ধ শেষ করতে হয় তাই গোল শুন্য সমতায়।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আর্লিং হল্যান্ড এগিয়ে দেন সিটিকে। ম্যাচের ৫৭তম হল্যান্ড সিটিকে এগিয়ে দেন ১-০ গোলের ব্যবধানে। ম্যাচের শেষ দিকে পেনাল্টি থেকে ঘুরে দাঁড়ায় বায়ার্ন। সিটির ডিফেন্ডার আকাঞ্জির হাতে বল লাগলে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। স্পট কিক থেকে কিমিখ গোল করে স্কোর লাইন ১-১ করেন। বাকীটা সময় কোনো দল গোলের দেখা পায়নি। সমতা নিয়েই ছাড়তে হয় মাঠ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post