চ্যাম্পিয়ন্স লিগে খেলার অস্থায়ী ছাড়পত্র পেল বার্সেলোনা

0
62

স্পোর্টস ডেস্কঃ চ্যাম্পিয়ন্স লিগে খেলার জন্য আপাতত ছাড়পত্র পেয়েছে বার্সেলোনা। উয়েফা থেকে ছাড়পত্র পেয়ে এবার চ্যাম্পিয়ন্স লিগে খেলতে কোনো বাঁধা নেই কাতালান জায়ান্টদের। তবে এটি অস্থায়ী মেয়াদের। মূলত রেফারিকে অর্থ দিয়ে প্রভাবিত করার অভিযোগ আছে বার্সেলোনার বিরুদ্ধে।

স্পেনের রেফারি কমিটির সাবেক ভাইস প্রেসিডেন্ট হোসে মারিয়া এনরিকেস নেগরেইরাকে বার্সেলোনার পক্ষ থেকে অর্থ দেওয়ার অভিযোগ উঠে। যার ফলে গেল মার্চে বার্সার বিরুদ্ধে মামলা করে স্পেনের পাবলিক প্রসিকিউটর অফিস। পরবর্তীতে বার্সেলোনার একটি আদালত মামলা নিতে রাজি হয়।

২০০১ থেকে ২০১৮ সালের মধ্যে নেগরেইরার কোম্পানি ‘ডিএএসএনআইএল নাইন্টি ফাইভকে’ বার্সেলোনার পক্ষ থেকে ৭৩ লাখ ইউরো দেওয়ার অভিযোগ রয়েছে। আর সেই অভিযোগ নিয়ে তদন্তে নামে ইউরোপের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফাও।

এই তদন্ত চলাকালীন মাঝেই এবার বার্সেলোনাকে অস্থায়ীভাবে চ্যাম্পিয়ন্স লিগে খেলার অনুমতি দিল উয়েফা। তবে ভবিষ্যতে এই সিদ্ধান্ত সংরক্ষিত থাকবে ক্লাবটিকে বাদ দেওয়া বা অন্তর্ভুক্ত দেওয়ার বিষয়ে। এছাড়া এই সময়ে তদন্তে সব ধরনের সহযোগীতা বার্সেলোনাকে করতে হবে এথিকস অ্যান্ড ডিসিপ্লিনারি ইন্সপেক্টরকে (ইডিআই)।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here