চ্যাম্পিয়ন্স লিগে টানা তিন ম্যাচ জিতল রিয়াল মাদ্রিদ

0
879

স্পোর্টস ডেস্কঃ চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা পুনরুদ্ধারের অভিযানে টানা তিন ম্যাচ জিতল রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। গত রাতে ব্রাগাকে ২-১ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির দল। প্রতিপক্ষের মাঠে রিয়ালের হয়ে রদ্রিগো ও গোল জুড বেলিংহাম।

মঙ্গলবার রাতে ব্রাগার মাঠে প্রথমে লিড পেয়েছিল রিয়াল। ১৬ মিনিটের সময় ভিনিসিউস জুনিয়রের পাস থেকে বল পেয়ে গোল করেন রদ্রিগো। এরপর প্রথমার্ধে গোল হয়নি আর একটিও। ফলে এগিয়ে থেকেই বিরতিতে যায় মাদ্রিদের ক্লাবটি। বিরতি থেকে ফিরে রিয়ালকে জোড়া গোলের লিড এনে দেন বেলিংহাম।

প্রথমার্ধে বারবার আক্রমণের চেষ্টা করেও প্রতিপক্ষের জমাট রক্ষণে তেমন সুবিধা করতে পারেনি ব্রাগা। তবে দ্বিতীয়ার্ধে গোল পেয়ে যায় পর্তুগিজ ক্লাবটি। এর আগে অবশ্য দুই গোলে পিছিয়ে পড়ে তারা। ৬১ মিনিটে দারুণ আক্রমণে ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। এবারও অ্যাসিস্টের ভূমিকায় ভিনিসিউস। বাঁ দিক থেকে তার বাড়ানো পাস বক্সের মুখে পেয়ে দুই পা এগিয়ে নিচু শট নেন বেলিংহাম, ঝাঁপিয়েও বলের নাগাল পাননি ব্রাগার গোলরক্ষক।

জোড়া গোল হজম করা ব্রাগা ৬৩ মিনিটে ব্যবধান কমায়। বক্সে সিমোন বান্সার পাস পেয়ে ঠাণ্ডা মাথায় জোরাল শটে কাছের পোস্ট দিয়ে স্কোরলাইন ২-১ করেন স্প্যানিশ ফরোয়ার্ড আলভারো দিয়ালো। ৮২তম মিনিটে সতীর্থের থ্রু পাস ধরে বক্সে ঢুকে একজনকে কাটিয়ে জালে বল পাঠান ভিনিসিউস। কিন্তু গোল মেলেনি। কারণ ভিএআরে ধরা পড়ে, কিঞ্চিৎ ব্যবধানে অফসাইডে ছিলেন তিনি। টানা তিন জয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে আছে রিয়াল।

রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে তিন ম্যাচ খেলে প্রতিটিতেই একবার করে জালের দেখা পেলেন ইংলিশ মিডফিল্ডার বেলিংহাম। লা লিগাতেও নিয়মিত গোল করে চলেছেন তিনি; ৯ ম্যাচে ৮ গোল করে তালিকায় আছেন শীর্ষে। ৭ গোল নিয়ে দ্বিতীয় স্থানে আছেন অ্যাথলেটিকো মাদ্রিদের অ্যান্থনিও গ্রিজম্যান। রিয়ালের পরবর্তী ম্যাচ লিগে মৌসুমের প্রথম এল ক্লাসিকো।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here