স্পোর্টস ডেস্কঃ চলতি মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে দারুণ ফর্মে আছে ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলার দল জায়গা করে নিয়েছে প্রতিযোগিতার সেমিফাইনালে। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখকে ৩-০ গোলে হারায়। এরপর দ্বিতীয় লেগে প্রতিপক্ষের মাঠে জয় না পেলেও ১-১ গোলে ড্র করে সিটিজেনরা। প্রথম লেগে ৩-০ গোলের জয় থাকায় দুই লেগ মিলিয়ে ৪-১ গোলে সেমিফাইনাল নিশ্চিত হয় সিটির।
এ নিয়ে টানা তৃতীয়বার ইউরোপ সেরার মঞ্চের শেষ চার নিশ্চিত করেছে সিটি। তাই গার্দিওলা উচ্ছ্বসিত বর্তমান ক্লাবকে আরও একবার সেমিতে নিতে পেরে। প্রথম লেগে বায়ার্নকে উড়িয়ে দিলেও দ্বিতীয় লেগ যে এতটা সহজ হবে না, সেটিও তিনি জানতেন আগে থেকেই। বায়ার্নকে হারিয়ে গার্দিওলা বলেন, ‘টানা তিনটি সেমি-ফাইনাল খেলতে পেরে আমি দারুণ খুশি। বায়ার্ন এমন খেলবে বলেই ধারণা ছিল আমার, দেখেছেন তো যে তারা কতটা ভালো ছিল আজকে।’
দ্বিতীয় লেগেও বায়ার্নকে কোনো সুযোগ দেয় ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি। গার্দিওলা বলেন, ‘এই প্রতিযোগিতায় পার্থক্য গড়ে দেয় ছোট ছোট ব্যাপারগুলি। এই দুই ম্যাচে (কোয়ার্টার-ফাইনালে) সঠিক সময়ে আমরা ঠিক কাজটি করেছি। আজকে দ্বিতীয়ার্ধে আমরা কিছু জায়গা ঠিকঠাক করেছি এবং এরপর নিয়ন্ত্রণ অনেকটাই ফিরে পাই আমরা।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০