স্পোর্টস ডেস্কঃ বড় আরেকটি ধাক্কা খেল বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে লাৎসিওর বিপক্ষে হেরে গেল টমাস টুখেলের দল।
সময়টা তেমন ভালো কাটছে না তাদের। বুন্দেসলিগায় নিজেদের সর্বশেষ ম্যাচে লেভারকুসেনের কাছে হেরে শিরোপার দৌড়ে পিছিয়ে গেছে দলটি। সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই আবারও হোঁচট খেল বাভারিয়ানরা।
প্রথম লেগে ঘরের মাঠে বুধবার রাতে ১-০ গোলে জিতেছে লাৎসিও। পেনাল্টি থেকে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন চিরো ইম্মোবিলে। এর আগে প্রথমার্ধে বারবার আক্রমণে গেছেন জশুয়া কিমিখ, হ্যারি কেইন, জামাল মুসিয়ালারা। তবে কেউই জালের দেখা পাননি। উল্টো দ্বিতীয়ার্ধে ডি বক্সের ভেতর ইসাকসেনকে ফাউল করেন দায়োত উপামেকানো। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বায়ার্ন তারকা। আর চিরোর সফল স্পটকিক। আসরে চতুর্থ গোল ইতালিয়ান তারকার।
দশ জনের দলে পরিণত হলেও আক্রমণাত্মক ফুটবলই খেলে যায় বায়ার্ন। তবে ম্যাচে আর ফেরা হয়নি তাদের। হার নিয়ে মাঠ ছাড়ে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দলটি। ২০১৯ সালের ডিসেম্বরের পর এই প্রথম তারা হারল টানা দুই ম্যাচে। কদিন আগে লিগের ম্যাচে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা লেভারকুসেনের বিপক্ষে ৩-০ গোলে হেরেছিল জার্মান চ্যাম্পিয়নরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post