স্পোর্টস ডেস্কঃ এবারের চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচ ডেতে বেশিরভাগ নজর ছিলো এসি মিলান-লিভারপুল ম্যাচের দিকে। সাবেক দুই চ্যাম্পিয়নের লড়াইয়ে ৩ মিনিটেই ক্রিস্টিয়ান পুলিসিকের গোলে এগিয়ে যায় মিলান। তবে আগ্রাসী ফুটবল খেলে দ্রতই প্রতিপক্ষকে কোণঠাসা করে দিতে থাকে তারা।
২৩ মিনিটে দলকে সমতায় আনেন ইব্রাহিম কোনাতে। ২৮ মাসের বেশি সময় পর লিভারপুলের জার্সিতে গোলের দেখা পেলেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগে তার গোল হলো ৩টি, সবগুলোই হেডে। এদিকে বিরতির আগে ডিফেন্ডার ভার্জিল ফন ডাইকের গোলে এগিয়ে যায় লিভাপুল। বিরতির পর দমিনিক সোবোসলাই গোল করলে মিলানের ম্যাচের ফেরার সম্ভাবনা নিভে যায়।
মোহাম্মদ সালাহর শট একাধিকবার বারপোস্ট লেগে না ফিরলে লিভারপুলের জয়ের ব্যবধান আরও বড় হতে পারত। একেবারে শেষ সময়ে মিলানের রাফায়েল লেয়াওয়ের শট পোস্টে লাগে। ম্যাচে ৫১ শতাংশ বলের দখল রেখে ম্যাচে লিভারপুল শট নেয় ২৩টি, যার ১১টিই ছিল লক্ষ্যে। বিপরীতে মিলান মাত্র ৮টি শট নিয়ে কেবল ১টি লক্ষ্যে রাখতে পারে।