স্পোর্টস ডেস্কঃ লা লিগার শিরোপা নিশ্চিত হওয়ায় নির্ভার রিয়াল মাদ্রিদ। শনিবার গ্রানাডার বিপক্ষে তাই ‘অচেনা’ ফুটবলারদের নিয়ে একাদশ সাজান কোচ কার্লো আনচেলত্তি। চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখ ম্যাচের একাদশ থেকে ১০ জনকেই গ্রানাদা ম্যাচে রাখেননি তিনি। তবুও জয় আটকায় নি রিয়ালের। দুটি গোল করেছেন ব্রাহিম দিয়াজ, একটি করে ফ্রান্সিসকো গার্সিয়া ও আর্দা গুলের।
চলতি মৌসুমে লা লিগার পর আরও একটি ট্রফি জয়ের হাতছানি এখন রিয়ালের সামনে। আগামী ১ জুন লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে রিয়াল। রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়নরা এবার আরও একটি ইউরোপিয়ান ট্রফির অপেক্ষায় বলে জানিয়েছেন ক্লাবের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। রোববার এক টিভি সাক্ষাৎকারে তিনি বলেন, ‘৩৬তম লিগ ট্রফিটা হচ্ছে মুগ্ধ হওয়ার লিগ। আমাদের আরও একটা ট্রফি জিততে হবে। ১৫তম (ইউরোপিয়ান ট্রফি) জিততে আমাদের উজাড় করে দিতে হবে।’
চলতি লা লিগায় ৩৫ ম্যাচে ২৮ জয় ও ছয় ড্রয়ে ৯০ পয়েন্ট রিয়ালের। ৭৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে জিরোনা। ৩৪ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে বার্সেলোনা। ৩৫ ম্যাচে স্রেফ ২১ পয়েন্ট নিয়ে ১৯ নম্বরে আছে গ্রানাডা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post