চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের অপেক্ষায় কার্লো আনচেলত্তি

0
57

স্পোর্টস ডেস্কঃ ৯ বছর পর কোপা দেল রের শিরোপা জিতল রিয়াল মাদ্রিদ। গত রাতে প্রতিযোগিতার ফাইনালে ওসাসুনাকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে রিয়াল। ম্যাচে জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো। ওসাসুনার পক্ষে একমাত্র গোলটি লুকাস তোরের।

দলকে শিরোপা জিতিয়ে উচ্ছ্বসিত রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। ইতালিয়ান এই কোচ উন্মুখ হয়ে আছেন চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হতে। শিরোপা জেতার পর আনচেলত্তি বলেন, ‘আজকে আমরা কিছুটা উদযাপন করব। এরপর মঙ্গলবারের ম্যাচ নিয়ে ভাবব। আমার বার্তা হলো, ‘মঙ্গলবারের ম্যাচের জন্য মুখিয়ে থাকো’, ব্যস।’

গত আসরের সেমি-ফাইনালে এই সিটির বিপক্ষেই দ্বিতীয় লেগে অবিস্মরণীয় রোমাঞ্চে জিতে ফাইনালে পৌঁছে গিয়েছিল রিয়াল। এবারো আত্মবিশ্বাসী আনচেলত্তি, ‘আমরা আত্মবিশ্বাসী হয়েই ম্যাচটি খেলতে যাব। আমি আনন্দিত এবং রোমাঞ্চিত। আমরা আরও একটি ফাইনালের খুব কাছে। সেই ফাইনাল খেলার জন্য আমরা সম্ভাব্য সবকিছু করব।’

এদিকে কোপা দেল রের শিরোপা জিতে আনচেলত্তি বললেন জয়টা তাদেরই প্রাপ্য। আনচেলত্তি জোর গলায় বললেন, ‘দারুণ আবহে ও শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে দুর্দান্ত এক ফাইনাল ছিল এটি। আমরা নানা সময়ে কিছুটা ধুঁকেছি, তবে শেষ পর্যন্ত জয়টা আমাদের প্রাপ্যই ছিল।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here