স্পোর্টস ডেস্কঃ আইপিএলের ষোড়শ আসরের ফাইনাল নিশ্চিত করল চেন্নাই সুপার কিংস। মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ারে গুজরাট টাইটান্সের বিপক্ষে ১৫ রানে জিতেছে মাহেন্দ্র সিং ধোনির দল। আগে ব্যাট করে বর্তমান চ্যাম্পিয়ন গুজরাটের বিপক্ষে ১৭২ রান করে সাবেক চ্যাম্পিয়ন চেন্নাই। জবাব দিতে নেমে হার্দিক পান্ডিয়ার দল থামে ১৫৭ রানে।
এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে ১৭৩ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে গুজরাটকে ভালো শুরু এনে দিতে পারেননি ঋদ্ধিমান সাহা ও শুভমান গিল। ঋদ্ধিমান ১২ রান করে ফিরলে এই জুটি ভাঙে মাত্র ২২ রানে। ওয়ান ডাউনে নেমে সুবিধা করতে পারেননি অধিনায়ক হার্দিক পান্ডিয়াও। তিনি ফেরেন ৭ বলে ৮ রান।
দাসুন শানাকা ১৬ বলে ১৭ রান করে আউট হলে বিপাকে পড়ে গুজরাট। এরপর দ্রুত ফিরে গেছেন ডেভিড মিলার (৪) ও একপ্রান্ত আগলে রাখা গিল। এই ওপেনার আউট হন ৩৮ বলে ৪২ রান করে। শেষদিকে লড়াই করেছেন রশিদ খান তিনি ১৬ বলে ঝড়ো ৩০ রানের ইনিংস খেলেন।
যদিও রশিদের এই ইনিংস শুধু হারের ব্যবধান কমাতে পেরেছে। শেষ পর্যন্ত গুজরাটের ইনিংস থামে জয় থেকে ১৫ রান দূরে থাকতে। চেন্নাইয়ের হয়ে ২টি উইকেট উইকেট নিয়েছেন দীপক চাহার, মাহিশ থিকশানা, রবীন্দ্র জাদেজা ও মাথিশা পাথিরানা। একটি উইকেট নেন তুশার দেশপান্ডে।
এর আগে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেন চেন্নাইয়ের দুই ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় ও ডেভন কনওয়ে। তাদের জুটি থেকে আসে ৮৭ রান। ঋতুরাজ ৪৪ বলে ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬০ রান করেন। আজিঙ্কা রাহানে ১০ বলে ১৭ রান করে বিদায় নেন। ১৬ বলে ২২ রান করেন রবীন্দ্র জাদেজা এবং ৪ বলে ৯ রান করেন মঈন আলী। গুজরাটের পক্ষে সর্বোচ্চ ২টি করে উইকেট নেন মোহাম্মদ শামি ও মোহিত শর্মা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post