চ্যাম্পিয়ন গুজরাট ছেড়ে দিল ফার্গুসন-গুরবাজকে

0
267

স্পোর্টস ডেস্কঃ আগামী ডিসেম্বরে বসবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী আসরের নিলাম। এবার মিনি নিলাম আয়োজিত হবে ২৩ ডিসেম্বর, ভারতের কোচি শহরে। আগেই জানা গিয়েছিল, নিলামের আগে ট্রান্সফার উইন্ডো থাকছে। যেখানে ১০টি দলই, নিজেদের মধ্যে খেলোয়াড় কেনাবেচা করতে পারবে।

সেই ট্রান্সফার উইন্ডো চলছে এখন। যেখানে ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের মধ্যে খেলোয়াড় কেনাবেচা শুরু করে দিয়েছে। আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স ছেড়ে দিয়েছে দুই খেলোয়াড়কে। দলটির দুই বিদশি ক্রিকেটার নিউজিল্যান্ডের লকি ফার্গুসন ও আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজকে ছেড়ে দিয়েছে।

ট্রেডিংয়ে এই দুজনকেই দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। গেল মৌসুমে প্রথমবারের মতো খেলতে নেমেই চ্যাম্পিয়ন হয় গুজরাট টাইটান্স। সেই আসরে ১০ কোটি রুপিতে এই পেসারকে নিলাম থেকে দলে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। গুজরাটকে জেতাতে দারুণ অবদানই রাখেন ফার্গুসন।

কিউই গতিতারকা ১৩ ম্যাচে ৮.৯৫ ইকোনোমি রেটে ১২ উইকেট শিকার করেন। ২৭ রানে ৪ উইকেট ছিল সেরা বোলিং ফিগার। ফাইনালে জস বাটলারের বিপক্ষে ঘন্টায় ১৫৭.৩ কিলোমিটার গতিতে বল করে সেই আসরের সর্বোচ্চ গতির বলটি করেন ফার্গুসন। এবারের বিশ্বকাপে ৫ ম্যাচে ৭ উইকেট শিকার করেন। এই তারকাকে দলে নিল কলকাতা। এর আগেও ২০১৯ ও ২০২১ সালে কলকাতা শিবিরে ছিলেন ফার্গুসন। পুরোনো দলেই ফিরছেন এবার।

এদিকে আরেক ক্রিকেটার রহমানউল্লাহকেও ছেড়ে দিয়েছে গুজরাট। গেল মৌসুমে জেসন রয় নাম সরিয়ে নেওয়ায়, শেষ মূহুর্তে গুরবাজকে পরবর্তীতে দলে নিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। এর আগে ৫০ লাখ রুপি ভিত্তিমূল্যে নিলামে অবিক্রিত ছিলেন। তবে গুজরাটের হয়ে এক ম্যাচও খেলার সুযোগ হয়নি। নতুন মৌসুমে নতুন দলে এবার আফগান তারকা। কলকাতার উইকেটরক্ষক ব্যাটারের প্রয়োজন, তবে সেই জায়গায় ভালো কাউকে পাচ্ছে না ফ্র্যাঞ্চাইজিটি। এবার দেখার পালা গুরবাজ সেই অভাব পূরণ করতে পারেন কিনা।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here