স্পোর্টস ডেস্ক:: লা লিগার চ্যাম্পিয়ন বার্সেলোনা। লেভানডফস্কিদের জোড়া গোলে এসপানিওলকে হারিয়ে লা লিগার শিরোপা নিজেদের করে নিলো বার্সা। রিয়াল মাদ্রিদের চেয়ে ১৪ পয়েন্ট এগিয়ে থেকে লিগ শিরোপা নিশ্চিত করলো জাভির গল।
লেভানডফস্কির জোড়া গোলের দিনে এসপানিওলকে ৪-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। এই জয়ে ৮৫ পয়েন্ট নিয়ে লিগ শিরোপা জিতলো দলটি। ৩৪ ম্যাচে ২৭ জয়ের সঙ্গে চার হার ও তিন ‘ড্র’ সঙ্গী জাভির দলের।
তিন বছর পর লা লিগার শিরোপা আবারো নিজেদের ঘরে তুলো লেভানডফস্কি, আনসু ফাতিরা। বার ২৭তম বারের মতো লিগ চ্যাম্পিয়ন হলো ঐতিহ্যবাহী ক্লাবটি।
১৯৯৯ সালের পর লিওনেল মেসিকে ছাড়া প্রথমবার শিরোপার স্বাদ পেলো দলটি। বছর দুই আগে আর্থিক জঠীলতায় পড়ে ঘরের ছেলে বনে যাওয়া মেসিকে ছাড়তে হয়েছিলো। এরপরই ধুঁকতে থাকা বার্সাকে প্রাণ ফিরিয়ে দিলেন জাভি। তার কোচিংয়েই তিন বছর পর শিরোপা জয়ের স্বাদ পেলো দলটি।
অবনমনে থাকা এসপানিওলকে পাত্তাই দেয়নি বার্সা। ম্যাচের ১১তম মিনিটে লেভানডফস্কির গোলে লিড নেয় দলটি। মিনিট আটকে পরেই ব্যবধান বাড়িয়ে নেন আলেজান্দ্রো বালদে। পেদ্রির পাস থেকে পাওয়া বল ম্যাচের ২০তম মিনিটেই এসপানিওলের জালে পাঠান তিনি। ২-০ ব্যবধানে এগিয়ে যায় জাভির শিষ্যরা।
বিরতির আগে ব্যবধান আরো বাড়ায় বার্সেলোনা। ম্যাচের ৪০তম মিনিটে জোড়া গোল পূর্ণ করেন লেভানডফস্কি। ৩-০ পিছিয়ে পড়া এসপানিওল প্রথমার্ধে আর ম্যাচে ফিরতে পারেনি। পিছিয়ে থেকে বিরতিতে যেতে হয় তাদেরকে।
বিরতির পরও আক্রমণ করতে থাকা বার্সা। দ্রুত ফলও পায় দলটি। দ্বিতীয়ার্ধের আট মিনিটের মাথায় জুলস কাউন্ডে গোল করেন। ম্যাচের ৫৩তম মিনিটেই বার্সা এগিয়ে যায় ৪-০ ব্যবধানে। ব্যবধান বড় হয়ে যাওয়ায় জাভি একাধিক পরিবর্তন আনেন।
একে এক তুলে নেন পাঁচ ফুটবলারকে। রাফিনহা, গাভি, পেদ্রি কাউকে রাখেননি মাঠে। সুযোগ কাজে লাগায় এসপানিওল। দু’টি গোল শোধ দিয়ে দেয় তারা। ম্যাচের ৭৩তম মিনিটে বদলী নামা জাভি পুয়াডোর গোলে ব্যবধান ৪-১ করে অবনমনে থাকা ক্লাবটি। যোগ করা সময়ে জোসেলু ব্যবধান আরো কমান। তবে শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়ে লিগ শিরোপা ঘরে তুলে মাঠ ছাড়ে বার্সেলোনা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post