স্পোর্টস ডেস্ক:: ইতিহাস রচনা করলো আফগানিস্তান। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে এক দিনের ক্রিকেটে হারিয়েছে, সেটাও বিশ্বকাপের মঞ্চে। দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে রূপ কথা লিখলো আফগানরা। প্রথমবারের মতো ওয়ানডেতে ইংলিশদের হারিয়েছে রশিদ-মুজিবরা।
এর আগে ইংল্যান্ডের বিপক্ষে দু’টি ম্যাচ খেলেছিলো আফগানিস্তান। স্বাভাবিক ভাবে দু’টি ম্যাচই হেরেছিলো আফগানিস্তান। এবার বিশ্বকাপে বাংলাদেশের কাছে হার দিয়ে পথচলা শুরু করা আফগানরা হারিয়ে দিলো ইংলিশদের।
দিল্লীর অরুণ জেটলী ইস্টেডিয়ামে আগে ব্যাট করে গুরবাজ-ইকরামদের ব্যাটে চড়ে ২৮৪ রান তুলেছিলো আফগানিস্তান। মুজিব-নবীরা চ্যালেঞ্জিং এই টার্গেট টপকাতে দেননি মালান, রুট-বাটলাদের বিশ্ব চ্যাম্পিয়নদের। আফগান স্পিন নিষে ইংলিশরা নীল হয়েছে ২১৫ রানেই। ৬৯ রানের রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে আফগানিস্তান।
বিস্তারিত আসছে…