চ্যাম্পিয়ন মেসিদের প্রাইজমানি ইতিহাসের সর্বোচ্চ

0
72

স্পোর্টস ডেস্ক:: ফ্রান্সকে হারিয়ে কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। ৩৬ বছরের অপেক্ষা ঘুঁচিয়ে লিওনেল মেসির হাত ধরেই শিরোপা জিতলো স্কালোনির দল। আর্জেন্টাইন অধিনায়ক স্বপ্নের সোনালী ট্রফি দিয়েই বর্ণিল ক্যারিয়ারকে আরো রঙিন করলেন।

বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে আর্জেন্টিনা ইতিহাসের সর্বোচ্চ প্রাইজমানি পেয়েছে। ৪২ মিলিয়ন ইউএস ডলার ছিলো এবারের চ্যাম্পিয়ন পুরস্কার। বাংলাদেশী মুদ্রায় যা ৪৩৯ কোটি টাকা। ফুটবল বিশ্বকাপের ইহিতাসে এটিই সর্বোচ্চ প্রাইজমানি। এর আগে কোনো বিশ্বকাপে চ্যাম্পিয়ন প্রাইজমানি এতো বিপুল পরিমাণ ছিলো না।

চ্যাম্পিয়ন, রানার্সআপ, তৃতীয় স্থান ও চতুর্থ স্থান নির্ধারণী সহ সব মিলিয়ে এবারের বিশ্বকাপে প্রাইজমানি ছিলো ৪৪০ মিলিয়ন ইউএস ডলার। বাংলাদেশী মুদ্রায় যা প্রায় ৪ হাজার ৬০০ কোটি টাকা। চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনা পেয়েছে ৪২ মিলিয়ন ইউএস। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন প্রাইজমানি ছিলো ৩৮ মিলিয়ন ইউএস ডলার।

কাতার বিশ্বকাপের রানার্সআপ হিসেবে ফ্রান্স এবার পেয়েছে ৩০ মিলিয়ন ইউএস ডলার। বাংলাদেশী মুদ্রায় ৩১৩ কোটি টাকা। গত বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়া এবার তৃতীয় হয়েছে। পুরস্কার হিসেবে দলটি পেয়েছে ২৭ মিলিয়ন ইউএস ডলার। বাংলাদেশী মুদ্রায় প্রায় ২৮২ কোটি টাকা। চতুর্থ হওয়া মরক্কো ২৫ মিলিয়ন ইউএস ডলার পেয়েছে। বাংলাদেশী মুদ্রায় ২৬১ কোটি টাকা।

কোয়ার্টার ফাইনালে বাদপড়া দলগুলো প্রাইজমানি হিসেবে ১৭ মিলিয়ন ইউএস ডলার পেয়েছে। বাংলাদেশী মুদ্রায় ছিলো ১৭৭ কোটি টাকা। দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়া দলগুলো ১৩ মিলিয়ন ইউএস ডলার করে। বাংলাদেশী মুদ্রায় ১৩৫ কোটি টাকা। গ্রুপ পর্ব থেকে বাদ পড়া প্রতিটি দল ৯ মিলিয়ন ইউএস ডলার করে। বাংলাদেশী মুদ্রায় যা প্রায় ৯৪ কোটি টাকা।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০00

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here